For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PMAY: বিজেপির কর্মসূচির আগে সাংসদকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের! রণক্ষেত্র মালদহের হরিশ্চন্দ্রপুর

সাংসদের কনভয় আটকে তৃণমূলের বিক্ষোভ পাল্টা বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগানে রণক্ষেত্রে হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর। পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল সমর্থকদের সরিয়ে দেওয়ার পরে গন্তব্যের উদ্দেশে রও

  • |
Google Oneindia Bengali News

সাংসদের কনভয় আটকে তৃণমূলের বিক্ষোভ পাল্টা বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগানে রণক্ষেত্রে হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর। পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী।

তৃণমূল সমর্থকদের সরিয়ে দেওয়ার পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

বিজেপির কর্মসূচির আগে তৃণমূলের বিক্ষোভ

বিজেপির কর্মসূচির আগে তৃণমূলের বিক্ষোভ

বুধবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে ডেপুটেশন কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত। সাংসদের কনভয় হরিশ্চন্দ্রপুরে যেতেই গোপাল কেডিয়া মোড়ের কাছে কনভয় আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের অভিযোগ হরিশ্চন্দ্রপুরের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেননি বিজেপি সাংসদ। মানুষের সুবিধা অসুবিধায় কখনও দেখা যায়নি বিজেপির সাংসদকে। এখন ডেপুটেশন কর্মসূচির নাম করে এলাকায় দাঙ্গা লাগাতে এসেছেন। এই অভিযোগে তৃণমূলের বিক্ষোভের ফলে দীর্ঘক্ষণ গাড়িতেই আটকে থাকতে হয় সাংসদ খগেন মুর্মুকে।

ঘটনাস্থল রণক্ষেত্র

ঘটনাস্থল রণক্ষেত্র

বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশ, লাঠি দিয়ে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দুই দলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৃণমূল কর্মী-সমর্থকদের সরিয়ে দেয়। তারপরেই এলাকা ছেড়ে ডেপুটেশন দিতে যান সাংসদ খগেন মুর্মু। যদিও তৃণমূলের তরফে বিজেপি সমর্থকদের ওপরে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে উত্তর মালদহের বিজেপি সাংসদ বলেন, নিজেদের দুর্নীতি ঢাকতে তৃণমূল কালো পতাকা দেখাচ্ছে। খগেন মুর্মু অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার সাধারণ গরিব মানুষের জন্য টাকা দিচ্ছে, সেই টাকা চুরি করছে তৃণমূল। তাদের সমর্থকদের মারধরের অভিযোগও করেছেন বিজেপি সাংসদ। তৃণমূলের পাল্টা দাবি, সমাজ বিরোধীদের ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল বিজেপি। হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ তা রুখে দিয়েছে।

তৃণমূলের পাল্টা নিশানা

তৃণমূলের পাল্টা নিশানা

পাল্টা হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, সাংসদ খগেন মুর্মু প্রমাণ করুন, চার বছরে একটা কাজ তিনি করেছেন এলাকার জন্য। সাংসদ তহবিলের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ করেন ওই তৃণমূল নেতা।

এবারই প্রথম নয়, এর আগেই হরিশ্চন্দ্রপুরে বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। তবে এদিনের ঘটনা পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার রাজনীতিকে আরও একবার উত্তপ্ত করল।

Congress on Hate Speech: প্রজ্ঞা সিং ঠাকুরের 'হেট স্পিচ'! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসেরCongress on Hate Speech: প্রজ্ঞা সিং ঠাকুরের 'হেট স্পিচ'! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

English summary
TMC's protests against North Malda BJP MP before their programme in Harishchandrapur in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X