For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শপিং মলে চকলেট চুরির অপবাদ! অপমানে উত্তরবঙ্গে আত্মঘাতী এক কলেজ ছাত্রী

চকোলেট চুরির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল! আর এরপরেই অপমানে আত্মহত্যা করলেন এক কলেজ পড়ুয়া। আর এই ঘটনাকে কেন্দ্র করেই একেবারে উত্তাল আলিপুরদুয়ারের জয়গাঁ। শদুহু তাই নয়, ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয় পুলিশ এবং প্রশাসন। এ

  • |
Google Oneindia Bengali News

চকোলেট চুরির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল! আর এরপরেই অপমানে আত্মহত্যা করলেন এক কলেজ পড়ুয়া। আর এই ঘটনাকে কেন্দ্র করেই একেবারে উত্তাল আলিপুরদুয়ারের জয়গাঁ। শদুহু তাই নয়, ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয় পুলিশ এবং প্রশাসন। এমনকি শপিং মলের ভূমিকা নিয়েই প্রশ্ন। আর এরপরেই স্থানীয় থানা এবং মলের সামনে বিক্ষোভ দেখাল পরিবারের সদস্যরা।

শপিং মলে চকলেট চুরির অপবাদ!

আজ সোমবার সকাল থেকে এই বিক্ষোভ চলে।

জানা যায়, জয়গাঁর নিউ সুভাষপল্লি এলাকাতে থাকেন পুজা ঘোষ! তিনি কলেজ পড়ুয়া বলেই খবর । জানা যাচ্ছে, রবিবার স্থানীয় একটি শপিং মলে যান পূজা। বেশ কিছু জিনিস কেনেন তিনি। আর এরপরেই বিল করার সময়ে হঠাত করেই শপিং মল কর্তৃপক্ষ পুজার বিরুদ্ধে একটি চকলেট চুরির অভিযোগ তোলেন।

এমনকি একটি চকোলেটের প্যাকেট তাঁর ব্যাগ থেকে পাওয়া যায় বলেও দাবি। সঙ্গে সঙ্গে বিষয়টি সামনে আসার পর সেই বিল মিটিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে কেউ যাতে কেউ না জানেন তা নিয়ে বারবার শপিং মলের কর্তৃপক্ষকে অনুরোধ জানান পুজার পরিবাররা।

আর এরপরেই শপিং মলের এক কর্মী সেই ভিডিও ভাইরাল করে দেন। কিন্ত্য এই বিষয়ে পূজা কিংবা তাঁর পরিবার কিছুই জানতেন না। কিন্ত্য ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। বাড়ি এসে পুজা সেই ভাইরাল হওয়া ভিডিওটি দেখেন। আর এরপরেই মানসিক ভাবে পূজা ভেঙে পড়েন বলে দাবি পরিবারের সদস্যদের। এমনকি সে এই ঘটনায় অপমানিত হয় বলেও দাবি।

আর এরপরেই ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পূজা করেন বলে দাবি সদস্যদের। আর এই ঘটনার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনকি বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন।

জানা যায়, চুরির অপবাদে অপমানিত হয় পূজা। আর এরপরেই পূজার আত্মহত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার। শুধু তাই নয়, নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়েছে। তবে পূজার বাবা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়ে দোষ করেছিল চকোলেট চুরি করে। কিন্ত্য তা জানাজানি হতেই বিল মিটিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।

তবে বিষয়টি জানাজানি না করার আবেদন জানানো হয়। কিন্ত্য এরপরেও কেন ভিডিও এভাবে ভাইরাল করা হল? প্রশ্ন পরিবারের। বিল মিটিয়ে দেওয়ার পরেও কীভাবে চোর বলে সম্বোধন করা হল? তা নিয়েও প্রশ্ন পরিবারের সদস্যদের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

রাস্তা থেকে ১৮০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি! মৃত তিন, আহত একাধিক রাস্তা থেকে ১৮০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি! মৃত তিন, আহত একাধিক

English summary
student suicide after a chocolate stealing video of him goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X