For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথক রাজ্যের দাবিতে সরব কেএলও, কোচ কামতাপুর নিয়ে হুঁশিয়ারি খোদ মমতাকে

পৃথক রাজ্যের দাবিতে সরব কেএলও, কোচ কামতাপুর নিয়ে হুঁশিয়ারি খোদ মমতাকে

Google Oneindia Bengali News

কোচ কামতাপুর গঠন নিয়ে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের উত্তরবঙ্গ সফরের মুখ সাফ জানিয়ে দিলেন কামতাপুর লিবারেশনের প্রধান জীবন সিংহ। তিনি ভিডিও বার্তায় বিজেপির সাংসদদের দাবির সমর্থন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করলেন। নাম করে তাঁরা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন কোচ কামতাপুরে পা না রাখেন।

পৃথক রাজ্যের দাবিতে সরব কেএলও, কোচ কামতাপুর নিয়ে হুঁশিয়ারি খোদ মমতাকে

মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সোমবার। তার আগে এক ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাবধান করলেন রাজ্যের এক বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রধান। তিনি সাফ জানিয়ে দিলেন, কোচ কামতাপুর গঠনে হস্তক্ষেপ বরদাস্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে রবিবার জীবন সিংহের মুখে এক ভিডিও বার্তায় শোনা গেল পৃথক রাজ্যের দাবি।

ভিডিওটিতে সশস্ত্র সঙ্গীদের মধ্যে দাঁড়িয়ে জীবন সিংহ কিছু বলতে দেখা যাচ্ছে। তিনি একটি মিনিট ছয়েকের ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলছেন, ভারতভুক্তি চুক্তি অনুসারে কোচবিহার গ-শ্রেণির রাজ্য। আমরা সেই মোতাবেক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ও নিশীথ প্রমাণিক এবং বিধায়ক জয়ন্ত রায়ের কাছে পৃথক কোচ কামতাপুর রাজ্য গঠনের দাবি করছি।

কেএলও সুপ্রিমো জীবন সিংহ বলেন, গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য আমরা গঠন করবই। নিজেদের রাজনৈতিক ভাগ্য আমরা নিজেরাই গঠন করব। কোচ কামতাপুরের মানুষ নিজেরাই পৃথক রাজ্য তৈরি করবে। এরপরই তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোচ কামতাপুরে পা ফেলবেন না। কোচ কামতাপুর রাজ্য গঠনের বিরোধিতা তিনি করতে পারেন না। তাঁর কোনওরকম হস্তক্ষেপ করার অধিকারও নেই।

কেএলও প্রধান এরপর বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যদি জোর করে কিছু করতে চান, তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। এ জন্য লক্ষ্য লক্ষ্য মানুষ জীবন উৎসর্গ করতে প্রস্তুত। রক্ত বন্যা বইয়ে দিতে কোচ কামতাপুরের মানুষ পিছপা হবেন না। তিনি বলেন, উন্নয়নের জন্যই আলাদা রাজ্যের দাবিতে তাঁরা সরব। লাগবে না আপনাদের উন্নয়ন আমাদের আলাদা রাজ্যই ভালো। কোচ কামতাপুরের মানুষে নিজেদের উন্নয়ন নিজেরাই করবেন।

গাছ লাগানোর নামে টাকা লোপাট তৃণমূল-জেলা প্রশাসনের! MGNREGA প্রকল্পে তছরুপের হিসেব দিয়ে কটাক্ষ শুভেন্দুরগাছ লাগানোর নামে টাকা লোপাট তৃণমূল-জেলা প্রশাসনের! MGNREGA প্রকল্পে তছরুপের হিসেব দিয়ে কটাক্ষ শুভেন্দুর

এরপর তিনি বলেন, সবার কাছে আমার অনুরোধ, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা উন্নয়নের কথায় ভুলবেন না। মালদহ থেকে দিনাজপুর সবার কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, জাতির মুক্তির সংগ্রামে সবাই ঝাঁপিয়ে পড়ুন। আমাদের লক্ষ্য বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করা। পরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন, কোচ কামতাপুর রাজ্যের বিরোধিতা করবেন না, রাজ্য গঠনের জন্য সহযোগিতা করুন। তাহলে গরিব কামতাপুরের মানুষ আপনার উপর পুষ্পবৃষ্টি করবে। আপনাকে বিজয়ীর মালা পরাবে।

English summary
KLO chief Jiban Singh threatens to Mamata Banerjee not to interfere for coach Kamtapur separate state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X