For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশি 'বাধা'র মুখে পরিবর্তন যাত্রা! উত্তেজনা মুর্শিদাবাদের সাগরদিঘিতে

পুলিশি 'বাধা'র মুখে পরিবর্তন যাত্রা! উত্তেজনা মুর্শিদাবাদের সাগরদিঘিতে

  • |
Google Oneindia Bengali News

ফের পুলিশি বাধার মুখে বিজেপির (bjp) পরিবর্তন যাত্রা (poriborton yatra)। এদিন দুপুরে মুর্শিদাবাদের (murshidabad) সাগরদিঘিতে ( sagardijhi)আটকানো হয় রথ। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর হেঁটেই মিছিল করতে থাকেন বিজেপি সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে রথ এগিয়ে যায় জিয়াগঞ্জের দিকে।

পরিবর্তন যাত্রায় পুলিশের বাধা

পরিবর্তন যাত্রায় পুলিশের বাধা

এদিন মুর্শিদাবাদের সাগরদিঘি-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে মনিগ্রামের কাছে পরিবর্তন যাত্রা পৌঁছলে, তা আটকে দেয় পুলিশ। সেই সময় রথের পিছনে থাকা অন্য গাড়িগুলি থেকে বিজেপি কর্মীরা নেমে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে। রথযাত্রায় কোনও বাধা দেওয়া হয়নি। সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদেও বাম-কংগ্রেসের ডাকা বনধ চলায় নিরাপত্তার কারণে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। সূত্রের খবর অনুযায়ী, পুলিশের তরফে রথযাত্রা সময় মতো না করার অভিযোগও তোলা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা নির্দিষ্ট রুটেই এগিয়ে যায়।

সোমবার রেলডাঙায় রথযাত্রায় বাধা দিয়েছিল পুলিশ

সোমবার রেলডাঙায় রথযাত্রায় বাধা দিয়েছিল পুলিশ

মুর্শিদাবাদে রথযাত্রা প্রথম বাধার মুখে পড়ে সোমবার। সেদিন সকালে বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের সামনে দাঁড়িয়ে থাকা রথ বের করতে পুলিশ বাধা দেয়। পুলিশের তরফে বলা হয় নওদা দিয়ে যে রুটে বিজেপি এই রথ নিয়ে যেতে চাইছে, তা স্পর্শকাতর হওয়ায় রুট পরিবর্তন করতে অনুরোধ করা হয়। তবে বিজেপি নেতারা অনড় থাকায় সেদিন রাতের জন্য রথ রেখে দেওয়া হয় বহরমপুরে। পরের দিন বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা থাকায় সেদিনও অনুমতি মেলেনি। তারপরে অবশ্য বুধবার থেকে রথের চাকা গড়াতে শুরু করে।

 রথযাত্রা নিয়ে সরকারের অবস্থান

রথযাত্রা নিয়ে সরকারের অবস্থান

রথযাত্রায় অনুমতি না দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু সরকার সেব্যাপারে কৌশল অবলম্বন করে। বিজেপির তরফে ১ ফেব্রুয়ারি মুখ্যসচিবের কাছে চিঠি দিয়ে রথযাত্রার অনুমতি চাওয়া হয়েছিল। বিজেপি পাল্টা চিঠি দিয়ে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় রথযাত্রার অনুমতি দেবে স্থানীয় প্রশাসন। সেই মতো বিজেপির তরফে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

 রথযাত্রা নিয়ে আদালতের অবস্থান

রথযাত্রা নিয়ে আদালতের অবস্থান

এদিকে রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এই আশঙ্কা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রমাপদ সরকার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বিচারপতি রেজেশ জিন্দাল সেই জনস্বার্থ মামলা খারিজ করে দেন। তিনি বলেন এই বিষয়টি নিয়ে কোনও জনিস্বার্থ মামলা হতে পারে না। বিষয়টিতে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও বর্ণনা করেন।

বিজেপিতে 'থ্রি লেভেল স্ক্রিনিং' এর পরই ভিন দলের নেতাদের এন্ট্রি! অমিত শাহ দিলেন কোন খতিয়ানবিজেপিতে 'থ্রি লেভেল স্ক্রিনিং' এর পরই ভিন দলের নেতাদের এন্ট্রি! অমিত শাহ দিলেন কোন খতিয়ান

English summary
West bengal election 2021: Police stops BJP's Poriborton Yatra in Sagardijhi in Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X