For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার সরকারি হাসপাতালে ভয়াবহ ছবি! জঙ্গিপুরে করোনা আক্রান্তকেই সংগ্রহ করতে হচ্ছে লালারসের নমুনা

বাংলাতে করোনা সগক্রমণ ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় ১৪ হাজারে মানুষ বাংলাতে করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হচ্ছেন সরকারি হাসপাতালের সহকারি সুপাররাও। কীভাবে সরকারি হাসসপাতালগুলি চলবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলাতে করোনা সগক্রমণ ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় ১৪ হাজারে মানুষ বাংলাতে করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হচ্ছেন সরকারি হাসপাতালের সহকারি সুপাররাও।

করোনা আক্রান্তকেই সংগ্রহ করতে হচ্ছে লালারসের নমুনা

কীভাবে সরকারি হাসসপাতালগুলি চলবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে করোনা আক্রান্ত হচ্ছেন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীরাও।

যার ফলে হাসপাতালগুলিতে ভয়ঙ্করভাবে কর্মী সঙ্কট দেখা দিয়েছে। দুজনের কাজ করতে হচ্ছে একজনকে।

ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে সরকারি হাসপাতালগুলিও। আর এরই মধ্যে আরও এক ভয়ঙ্কর ছবি সামনে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে নিজেকেই সংগ্রহ করতে হচ্ছে নিজের লালারসের নমুনা। এমনই ছবি ধরা পড়ল জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

আর সেই ছবি দেখে অনেকেই আঁতকে উঠছে। সরকারি হাসপাতালের এই ছবি-ভিডিও সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিষয়টি মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও।

হাসপাতালের সহকারী সুপার সৌরভ দাস জানিয়েছেন, ''আমাদের হাসপাতালের অধিকাংশ কর্মী এবং নার্স কোভিড আক্রান্ত। ফলে চিকিৎসা পরিষেবায় ধাক্কা লেগেছে। আমি নিজেও কোভিড আক্রান্ত। তাই সাধারণ মানুষকে নিজেকেই লালারসের নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে।''

মুর্শিদাবাদের মধ্যে সবথেকে করোনাতে খারাপ অবস্থা জঙ্গিপুরে। জঙ্গিপুরে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রার্থীর। পিছিয়ে গিয়েছে সেখানকার ভোটও।

বাড়ছে সেখানকার করোনা আক্রান্তের সংখ্যাও। আক্রান্ত হতে হচ্ছে সরকারি কর্মীদের। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও থাবা বসিয়েছে করোনা।

মোট ২৯ জন কর্মী সেখানকার করোনা আক্রান্ত । তার মধ্যে রয়েছেন সুপার এবং সহকারী সুপারও। যার ফলে ধাক্কা লেগেছে দৈনন্দিন কাজকর্মেও। শনিবার ধরা পড়ল সেই ছবি। করোনা পরীক্ষার জন্য আসা একাধিক রোগীকে দেখা গেল নিজেই নিজের লালারসের নমুনা সংগ্রহ করতে।

এমনকি গোটা প্রক্রিয়া দেখভালের জন্যও হাসপাতালের কোনও কর্মীর দেখা মেলেনি। সবাই নিজের মতো করে নিজের লালারস নিয়ে নিজেই রেখে দিচ্ছেন। কিন্তু কোনটা কার কেউ জানে না!

এই ভয়াবহ ছবি দেখে অনেকেই আঁতকে উঠছেন।

English summary
people have to test their own swab for COVID test, this happened in Murshidabad's Jangipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X