For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের একটাই কাজ তৃণমূলকে বাঁচানো! মুর্শিদাবাদের জঙ্গি যোগ নিয়ে বিস্ফোরক অধীর

মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে এনআইএ-র হাতে ৬ জনের গ্রেফতারিকে দুশ্চিন্তার বিষয় বলে বর্ণনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের

  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে এনআইএ-র হাতে ৬ জনের গ্রেফতারিকে দুশ্চিন্তার বিষয় বলে বর্ণনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের নাম জঙ্গি যোগে বারবার এসেছে। তবে রাজনীতি করতে দিয়ে ঘাড়ে দোষ চাপানোর পক্ষপাতী তিনি নন বলে জানিয়েছেন অধীর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রক্তে মাখা! ভবানীভবনে বিস্ফোরক ভারতী ঘোষমমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রক্তে মাখা! ভবানীভবনে বিস্ফোরক ভারতী ঘোষ

 মুর্শিদাবাদের নাম এসেছে আগেও

মুর্শিদাবাদের নাম এসেছে আগেও

কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে মুর্শিদাবাদের নাম যোগ হয়েছে এর আগেও। বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের ভারত তথা পশ্চিমবঙ্গে কার্যকলাপেও নাম জড়িয়েছে মুর্শিবাদাদের। এদিন সেটাই উল্লেখ করেছেন অধীর চৌধুরী। এর আগে বুদ্ধগয়ায় বিস্ফোরণে মুর্শিদাবাদ যোগ সামনে এসেছে।

আল কায়েদার মুর্শিদাবাদ যোগ দুশ্চিন্তার

আল কায়েদার মুর্শিদাবাদ যোগ দুশ্চিন্তার

অধীর চৌধুরী বলেন, যে সংগঠনের প্রধান ছিল বিন লাদেন, তারা আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল, তাদের নামের সঙ্গে মুর্শিদাবাদ যোগ হয়ে যাওয়া অত্যন্ত দুশ্চিন্তার বলে উল্লেখ করেছেন তিনি। মুর্শিদাবাদ-সহ সীমান্ত এলাকা ক্রমেই বিপজ্জনক হচ্ছে।

যাঁদের গ্রেফতার করা হয়েছে, তারা অশিক্ষিত, দরিদ্র

যাঁদের গ্রেফতার করা হয়েছে, তারা অশিক্ষিত, দরিদ্র

অধীর চৌধুরী বলেন, যাদের মুর্শিবাদার থেকে গ্রেফতার করা হয়েছে, তারা অশিক্ষিত, দরিদ্র, সাধারণ। আল কায়েদা এই ধরনের মানুষদেরই শিকার করে বলে মন্তব্য করেছেন অধীর। জঙ্গি সংগঠনগুলি সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে বলেও জানিয়েছেন তিনি।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর। তিনি বলেন, এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে লড়াইয়ে রাজ্যের পুলিশ কি দক্ষ। এব্যাপারে তিনি বর্ধমানের খাগড়াগড়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যদি খাগড়াগড়ে কেউ মারা না যেত তাহলে আন্তর্জাতিক জঙ্গি যোগের বিষয়টি সামনেই আসত না। পশ্চিমবঙ্গের পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ যোগ্যতাকে ক্ষয় করছে। তিনি বলেন, দক্ষ লোককে যোগ্য জায়গায় বসানোর সময় এসে গিয়েছে।

পুলিশের একটাই কাজ তৃণমূলকে বাঁচানো

পুলিশের একটাই কাজ তৃণমূলকে বাঁচানো

অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, তৃণমূলের একটাই কাজ, তৃণমূলকে বাঁচানো। ভোট বন্ধ করে দাও, বিপক্ষ দল করা বন্ধ করে দাও, এটাই হল পুলিশের অ্যাজেন্ডা। তিনি বলেন, পার্টির থেকে দেশ আগে।

গ্রেফতার হওয়াদের নয়জনই মুর্শিদাবাদের

গ্রেফতার হওয়াদের নয়জনই মুর্শিদাবাদের

এদিন সকালে চালানো অভিযানে পশ্চিমবঙ্গ থেকে ৬ জনকে গ্রেফতার করে এনআইএ। বাকি তিনজনকে গ্রেফতার করা হয়েছে কেরল থেকে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হল নাজমুস সাকিব, লিও ইয়ান আহমেদ, আল মামুন কামাল, মইনুল মণ্ডল, আতিউর রহমান, আবু সুফিয়ান, মোশাররফ হোসেন, ইয়াকুব বিশ্বাস, মুর্সিদ হাসান।

English summary
Only job of the police is to save TMC, Adhir Chowdhury explains on NIA arrest from Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X