For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টপেজের দাবিতে কৃষ্ণনগর শাখার জালালখালি হল্ট স্টেশনে অবরোধ স্থানীয়দের

স্টপেজের দাবিতে কৃষ্ণনগর শাখার জালালখালি হল্ট স্টেশনে অবরোধ স্থানীয়দের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

স্টপেজের দাবিতে কৃষ্ণনগর শাখার জালালখালি হল্ট স্টেশনে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের একটি সংগঠন। যার জেরে মঙ্গলবার অফিস টাইমে কৃষ্ণনগর-শিয়ালদহ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। রেল ট্র্যাকে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় আটকে পড়লেন কয়েকশো নিত্যযাত্রী। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ।

স্টপেজের দাবিতে কৃষ্ণনগর শাখার জালালখালি হল্ট স্টেশনে অবরোধ স্থানীয়দের

বিক্ষোভকারীরা জানিয়েছেন, জালালখালি হল্টে প্রতিটি লোকাল ট্রেনের স্টপেজ দিতে হবে, স্থানীয়দের এই দাবি দীর্ঘদিনের। রেলের কাছে বারবার অনুরোধ সত্ত্বেও সুরাহা হয়নি। এবার তাই দাবি আদায়ের জন্য বড়সড় আন্দোলনে নামলেন তাঁরা। সকাল সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু হয়।

বাসিন্দারা দাবি, লকডাউনে দীর্ঘ কয়েকমাস ট্রেন বন্ধ থাকার পর যখন পরিষেবা যখন চালু হয়, তখন রেলের তরফে জানানো হয়েছিল, কম সংখ্যক ট্রেন চলবে। তাই সব স্টেশনে থামবে সব লোকাল ট্রেন। কিন্তু তারপরও জালালখালি হল্ট স্টেশনে সব ট্রেন থামছে না। তাই তীব্র অসুবিধার মধ্যে পড়ে এদিন অবরোধ করেন স্থানীয়রা।

বাসিন্দারা আরও জানাচ্ছেন, ২০১৭ সাল থেকে তাঁরা দাবি তুলে আসছেন, জালালখালি হল্টে সব লোকাল ট্রেন থামানো হোক। তাতে তাঁদের সকলের যাতায়াতে সুবিধা হবে। সংশ্লিষ্ট সকলের কাছেই এই আবেদন নিয়ে পৌঁছে দিয়েছেন তাঁরা। কিন্তু রেলকর্তারা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ।

এরপর লকডাউনে দীর্ঘ কয়েকমাস ট্রেন বন্ধ থাকার পর যখন পরিষেবা চালু হয়, তখন রেলের তরফে জানানো হয়েছিল, কম সংখ্যক ট্রেন চলবে। তাই সব স্টেশনে থামবে সব লোকাল ট্রেন। কিন্তু তারপরও জালালখালি হল্ট স্টেশনে সব ট্রেন থামছে না। তাই তীব্র অসুবিধার মধ্যে পড়ে মঙ্গলবার অবরোধ করেন স্থানীয়রা।

প্লাস্টিকজাত দ্রব্যকে ধ্বংস করার ফর্মুলা, তাক লাগিয়ে দিলেন খড়দহের বাঙালি বিজ্ঞানীপ্লাস্টিকজাত দ্রব্যকে ধ্বংস করার ফর্মুলা, তাক লাগিয়ে দিলেন খড়দহের বাঙালি বিজ্ঞানী

English summary
Locals blocks rail in Krishnanagar line in demand of stopage in Jalalakhali Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X