For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয় দেখানো হচ্ছে প্রার্থীকে, সামশেরগঞ্জ নিয়ে গুরুতর অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের

ভয় দেখানো হচ্ছে প্রার্থীকে, সামশেরগঞ্জ নিয়ে গুরুতর অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের

Google Oneindia Bengali News

বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। কংগ্রেস ভবানীপুরে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিলেও সামশেরগঞ্জ আর জঙ্গিপুর নিেয় বেশ তৎপর। কিন্তু সামশের গঞ্জে প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কারণ প্রার্থী হিসেবে জইদুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে প্রার্থী নিজে দাবি করেছেন অন্যান্য রাজনৈতিক মহলের চাপে তিনি ভোটের লড়াইয়ে নামছে না। তারপরেই মুখ খোলের প্রদেশ কংগ্রেস সভাপতি।

অধীরের অভিযোগ

অধীর চৌধুরী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসেরই এক নেতা কংগ্রেস প্রার্থী জইদুর রহমানকে ভয় দেখাচ্ছে। সম্পর্কে জইদুরের দাদা হন তিনি। একই পরিবারের দুই ছেলে দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। তবু দাদার অনুমতি নিয়েই ভোটের লড়াইয়ে নেমেছিলেন জইদুর। কিন্তু এখন তাঁর উপর ভোটে না লড়ার চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রস সভাপতি। সেকারণেই কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে লড়তে চাইছেন না জইদুর রহমান।

অধীর চৌধুরী জানিয়েছেন তিনি এই নিয়ে জইদুরের দাদার সঙ্গেও কথা বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস নো জইদুরের দাদা খলিলুর রহমান জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের সভাপতি। হাইকমান্ডের পক্ষ থেকে খলিলুরের উপর নির্দেশ আসছে ভাইকে ভোটের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলার জন্য এমনই অভিযোগ করেছেন অধীর। এদিকে আজ আবার কংগ্রেসের চাপ বাড়িয়েছেন জঙ্গিপুরের প্রাক্তন বিধায়ক মইনুল হক। কংগ্রেস হাইকমান্ডকে চিঠি দিয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বিধানসভা উপনির্বাচনের আগে মইনুল হকের দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে জঙ্গিপুরে অভিষেকের নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি।

একুশের বিধানসভা ভোটে রাজ্য থেকে প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। উপনির্বাচনেও কংগ্রেসকে জায়গা দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। অধীর চৌধুরী সামশের গঞ্জের কংগ্রেস প্রার্থীর দাদার বিরুদ্ধে ভয় দেখানো এবং চাপ তৈরির অভিযোগ করলেও খলিলুর রহমান িকন্তু সব অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে তিনি দাবি করেছেন বিধানসভা নির্বাচনের মতই উপনির্বাচনেও নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস। দূরবীন দিয়ে খুঁজেও কংগ্রেস সিপিএমকে পাওয়া যাবে না।

ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী না দিয়ে ২০২৪-র বিরোধী ঐক্যের পথ খোলা রেখেছে কংগ্রেস। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও জোটের বাইরে বেরিয়ে এসেই বােমরা প্রার্থী দিয়েছে ভবানীপুর কেন্দ্রে। শ্রীজীব বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করেছে সিপিএম।

English summary
Adhir Chowdhury terget TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X