For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics : বক্সিংয়ে অঘটন, মেরির পর প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় তারকা অমিতেরও

Tokyo Olympics : বক্সিংয়ে হতাশা, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন অমিত পানঘাল

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে পুরুষদের বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন অমিত পানঘাল। কলম্বিয়ার য়ুবেরজেন মার্টিনেজের কাছে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাঁকে। ভারতের বিপক্ষে ফলাফল ১-৪। লাভলিনা বরগোঁহাইয়ের সাফল্যের একদিন পর পানঘালের হারে হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা।

Tokyo Olympics : বক্সিংয়ে অঘটন, মেরির পর প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় তারকা অমিতেরও

২০১৯ সালের বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে যথাক্রমে রূপো এবং সোনাজয়ী পানঘাল বিশ্ব তালিকার শীর্ষ স্থানে থেকে টোকিও অলিম্পিকে খেলতে গিয়েছিলেন। ফলে শনিবারের ফ্লাইওয়েট মোকাবিলায় তিনি ফেভারিট হিসেবেই বক্সিং রিংয়ে নেমেছিলেন। তবে তার নিরিখে তিনি পারফরম্যান্স করতে পারলেন না। ম্যাচের প্রথম রাউন্ড থেকেই তাঁর ওপর প্রাধান্য কায়েম করেন কলম্বিয়ার বক্সার।

দ্বিতীয় রাউন্ডেও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন অমিত। সে সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় রাউন্ডেও ভারতীয় বক্সারকে নাস্তানাবুদ করে দেন মার্টিনেজ। ৪-১ ফলাফলে ম্যাচ হেরে যান অমিত। তাঁর এই শোচনীয় হারে হতাশার চেয়ে বেশি হতবাক হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। পানঘালের মতো বক্সারের এমন অসহায় আত্মসমর্পণ দেখে বিরক্তও হয়েছেন কেউ কেউ।

Tokyo Olympics : বক্সিংয়ে অঘটন, মেরির পর প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় তারকা অমিতেরও

উল্লেখ্য টোকিও অলিম্পিকের প্রি-কোয়াটার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিল কিংবদন্তি মেরি কমকে। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ওই হার অবশ্য মেনে নিতে পারেননি ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ওই ফলাফলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খূুলেছিলেন ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার। ম্যাচ শেষের পর কেঁদে ফেলেছিলেন মেরি। তা দেখে বেদনাহত হয়েছিলেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা। কিংবদন্তির হার মেনে নিতে পারেননি অনেকে।

ইতিমধ্যে মহিলাদের বক্সিংয়ে ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেন ভারতের সিমরনজিৎ কৌর। এই দুই হারের ক্ষততে প্রলেপ দেন লাভলিনা বরগোঁহাই। মহিলাদের ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে দেশের জন্য পদক নিশ্চিত করেন অসমের বক্সার। চাইনিজ তাইপের চেন নিয়েন-চিনকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন লাভলিনা। তিন রাউন্ডেই দাপট অব্যাহত রেখে তিনি সেমিফাইনালে পৌঁছেছেন। ভারতের জন্য অন্তত একটা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বরগোঁহাই। ফাইনালে উঠতে পারলে অন্তত রূপো নিশ্চিত করবেন অসমের বক্সার।

লাভলিনার এই জয়ে উচ্ছ্বসিত হয় দেশ। টোকিও গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করুক অসমের বক্সার, চাইছেন ক্রীড়া প্রেমীরা। লাভলিনার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছিলেন অমিত পানঘালও। সেই সঙ্গে শনিবার পুরুষদের ফ্লাইওয়েট বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে নেমে তিনি দেশের ক্রীড়াপ্রেমীদের মনে আশা জাগিয়েছিলেন। ফলে ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী বক্সারের ব্যর্থতায় হতাশ হয়েছে দেশ।

English summary
Tokyo Olympics : Indian boxer Amit Panghal knocked out from the round of 16
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X