For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালয়েশিয়া মাস্টার্সের শেষ আটে অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু

মালয়েশিয়া মাস্টার্সের শেষ আটে অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু

Google Oneindia Bengali News

অলিম্পিকে জোড়া পদক জয়ী পিভি সিন্ধু বৃহস্পতিবার জায়গা করে নিলেন মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে। বিশ্ব ক্রমতালিকায় ৩২ নম্বরে থাকা ই মান'কে দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট গেমে পরাজিত করে শেষ আটে নিজের জায়গা করে নিলেন সিন্ধু। তাঁর পক্ষে খেলার ফল ২১-১২, ২১-১০। আধ ঘণ্টার কম সময়ে ম্যাচটি জিতে নেন পিভি সিন্ধু। মাত্র ২৮ মিনিটেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যান তিনি।

মালয়েশিয়া মাস্টার্সের শেষ আটে অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু

তবে, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের জন্য মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় সপ্তম স্থানে থাকা পিভি সিন্ধু শেষ আটের ম্যাচে মুখোমুখি হবেন চাইনিজ তাইপের প্রতিযোগী তাই জু ইং-এর। দুর্দান্ত ফর্মে রয়েছেন তাই জু ইং, শেষ দুই রাউন্ডে নিের প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি চাইনিজ তাইপের এই শাটলার। স্ল্যাস হোক বা ডিফেন্স সবেতেই নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন তাই জু। যদিও পিছিয়ে নেই সপ্তম বাছাই পিভি সিন্ধুও। এই ইভেন্টে সিন্ধুর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে তাঁর ফেলে আসা সেরা ফর্মের ছন্দ। দীর্ঘ দিন ধরে খুঁজে বেড়ানো ফর্ম হয়তো এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই ফিরত পেতে চলেছেন হায়দরাবাদি শাটলার।

এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা চাইনিজ তাইপের তাই জু ইং-এর বিরুদ্ধে এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছেন পিভি সিন্ধু, যার মধ্যে হারতে হয়েছে ১৬টি ম্যাচে। মাত্র পাঁচটিতে জয় পেয়েছেন ভারতীয় তারকা। গত সপ্তাহে এই তাই জু ইং-এর কাছে হেরেই তিনি ছিটকে গিয়েছিলেন মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে। ফলে এই ম্যাচটা যে বেশ কঠিন হতে চলেছে সিন্ধুর কাছে তা নিশ্চিত। পাশাপাশি এটি বদলার ম্যাচও বটে। তবে, সিন্ধু নিজে বদলার ম্যাচ হিসেবে এটিকে দেখছেন না। তাঁর একটাই লক্ষ্য তাই জু ইং-কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছনো।

অপর দিকে, পুরুষদের সিঙ্গলসে স্ট্রেচ গেমে হেরে ছিটকে গিয়েছেন বি সাই প্রণীথ। ৪২ মিনিটের লড়াই শেষে চিনের লি শি ফেং-এর বিরুদ্ধে পরাজিত হয়েছেন ১৪-২১, ১৭-২১ ব্যবধানে। এ দিনই পারুপল্লি কাশ্যপ এবং এইচ এস প্রণয় নিজেদের ইভেন্টে কোর্টে নামবেন।

English summary
PV Sindhu Enters in the quaterfinal of Malyasia Masters after easy win against Yi Man. She will face Tai Tzu Ying in quaterfinal match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X