For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপা কর্মকার ডোপিংয়ের ফাঁদে, ২১ মাসের নির্বাসন উঠবে কবে?

দীপা কর্মকারের নমুনা সংগ্রহ করা হয়েছিল আউট অব কম্পিটিশন কন্ট্রোলের অঙ্গ হিসেবে। তাতেই মিলেছে হিগেনামাইন। ২১ মাসের জন্য নির্বাসিত অলিম্পিয়ান জিমন্যাস্ট।

  • |
Google Oneindia Bengali News

ভারতের অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার এবার জড়িয়ে পড়লেন ডোপিংয়ের ফাঁদে। কয়েক মাস ধরেই দীপার নির্বাসন বা ডোপিংয়ের ফাঁদে জড়ানো নিয়ে নানা জল্পনা চলছিল। যদিও সরকারিভাবে কোনও তরফেই কিছু জানতে পারা যাচ্ছিল না। অবশেষে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হলো দীপার নমুনায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব মেলার কথা।

দীপার নমুনায় নিষিদ্ধ বস্তু মিলল

দীপার নমুনায় নিষিদ্ধ বস্তু মিলল

আইটিএ জানিয়েছে, এফআইজি বা ফেডারেশন ইন্টারন্যাশনাল দে জিমন্যাস্টিকের হয়ে প্রতিযোগিতার বাইরে বা আউট অব কম্পিটিশন কন্ট্রোলের অঙ্গ হিসেবে ২০২১ সালের ১১ অক্টোবর দীপার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতেই হিগেনাইমানের অস্তিত্ব মিলেছে। বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে হিগেনামাইন বা এস ৩. বেটা-২ অ্যাগনিস্ট।

ডোপিংয়ের ফাঁদে

ডোপিংয়ের ফাঁদে

এরপরই এফআইজির অ্যান্টি-ডোপিং নিয়মের ১০.৮.২ ধারা অনুযায়ী স্থির হয়েছে, ২০২১ সালের ১১ অক্টোবরের পর থেকে দীপার বিভিন্ন পারফরম্যান্সের ফলাফল গণ্য করা হবে না। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এই হিগেনামাইনেক নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়াডা। এটি অ্যান্টি-অ্যাসমাটিক অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের সমস্যা কাটাতে ব্যবহৃত হয়ে থাকে। এটি কার্ডিওটনিকও। যার অর্থ হার্টের শক্তি বাড়াতে এটি কার্ডিয়াক আউটপুটেরও বৃদ্ধি ঘটায়।

২১ মাসের নির্বাসন

২১ মাসের নির্বাসন

ওই সময়কাল থেকে ২১ মাস দীপাকে নির্বাসিত করা হয়েছে। যার মেয়াদ চলতি বছরের ১০ জুলাই শেষ হবে বলে জানতে পারা যাচ্ছে। ২০১৬ সালের রিও অলিম্পিকে দীপা অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন। চতুর্থ হলেও তাঁর প্রোদুনোভা ভোল্ট সমাদৃত হয়েছিল। সেবার ব্রোঞ্জ জিতেছিলেন সুউৎজারল্যান্ডের জিউলিয়া স্টেইনগ্রুবের। তাঁর চেয়ে দীপার স্কোরের ব্যবধান ছিল মাত্র ০.১৫০। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করার নজিরটি রয়েছে ত্রিপুরার দীপার দখলেই। এর আগে ২০১৪ সালে দীপা গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন, প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবেই। এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার পাশাপাশি ২০১৫ সালে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে দীপা পঞ্চম স্থান অধিকার করেছিলেন। সেগুলিও ভারতীয় হিসেবে প্রথম নজির।

অনেক ইভেন্টে নামতে পারবেন না

অনেক ইভেন্টে নামতে পারবেন না

সম্প্রতি বাকুতে এফআইজি বিশ্বকাপেও অংশ নেন দীপা। সেখানে ভল্ট ফাইনালে উঠলেও ব্যালান্স বিম ইভেন্টের প্রথম আটে থাকতে পারেননি। নির্বাসনের ফলে কটবাস, দোহা, বাকু ও কায়রোতে অ্যাপারেটাস বিশ্বকাপ সিরিজের টুর্নামেন্টগুলিতে অংশ নিতে পারবেন না ২৯ বছরের দীপা। ৬টির মধ্যে তিনটি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপেও নামতে পারবেন না। সেপ্টেম্বরের ২৩ থেকে ৮ অক্টোবর অবধি চলবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তাতে অংশগ্রহণে দীপার বাধা থাকবে না। এই ইভেন্টটি প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারও।

English summary
Indian Gymnast Dipa Karmakar Has Been Suspended For A 21-Month Period For Failing Dope Test. Karmakar Tested Positive For Higenamine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X