For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হকি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর কোচ রিডের সদলবলে পদত্যাগ, অলিম্পিকের টিকিট মিলবে কোথায়?

দেশের মাটিতে সদ্যসমাপ্ত হকি বিশ্বকাপে নবম স্থান পেয়েছে ভারত। তারপরই কোচের দায়িত্ব ছাড়লেন গ্রাহাম রিড।

Google Oneindia Bengali News

হকি বিশ্বকাপ শেষ হতেই ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন গ্রাহাম রিড। অস্ট্রেলিয়ার এই ট্যাকটিশিয়ানের সঙ্গে তাঁর সাপোর্ট স্টাউ গ্রেগ ক্লার্ক ও সায়েন্টিফিক অ্যাডভাইসর মিচেল ডেভিড পেম্বারটনও পদত্যাগপত্র জমা দিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের কাছে। দেশের মাটিতে হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত।

রিডের পদত্যাগ

রিডের পদত্যাগ

পদত্যাগপত্র জমা দেওয়ার পর চুক্তি অনুযায়ী আরও এক মাস রিড ও তাঁর সাপোর্ট স্টাফদের দায়িত্ব পালন করতে হবে। হকি বিশ্বকাপে ভারতের খামতি ছিল তা জানার জন্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কথা বলেন দিলীপ তিরকে। তারপরই কোচ ও সাপোর্ট স্টাফরা পদত্যাগ করেন। রিডের কোচিংয়েই টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে ভারত জিতেছিল ব্রোঞ্জ। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল। যদিও শেষ অবধি সদ্যসমাপ্ত বিশ্বকাপে নবম স্থান অধিকার করেই থামতে হলো ভারতকে।

বিশ্বকাপে ব্যর্থ ভারত

বিশ্বকাপে ব্যর্থ ভারত

বিশ্বকাপে ভারত পুল ডি-তে গোলপার্থক্যের নিরিখে দ্বিতীয় স্থান পাওয়ায় ক্রসওভার ম্যাচ খেলতে হয়েছিল। যদিও সেখানে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৫-২ গোলে হারিয়ে নবম স্থান পায় ভারত। ২০১৯ সালে ভারতীয় হকি দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রিড। তাঁর প্রশিক্ষণে ভারত এফআইএইচ সিরিজ ফাইনাল খেতাব জেতে। তাতেই মিলেছিল টোকিও অলিম্পিকে অংশগ্রহণের ছাড়়পত্র। মনপ্রীত সিংয়ের অধিনায়কত্বে ভারত অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ৪১ বছরের পদকের খরা মেটায়। ভারতীয় দলের কোচ হিসেবে সফরে তৃপ্ত রিড আগামীর কথা ভেবে নতুন ম্যানেজমেন্টের হাতে দায়িত্ব অর্পণের সময় হিসেবে বিশ্বকাপ শেষ হওয়ার পরবর্তী সময়কেই বেছে নিলেন। রিডের প্রশিক্ষণে ভারতের সাফল্যের কথা উল্লেখ করে তাঁকে অভিননন্দন জানায় হকি ইন্ডিয়া।

এশিয়ান গেমস থেকেই অলিম্পিকের টিকিট

এশিয়ান গেমস থেকেই অলিম্পিকের টিকিট

পেনাল্টি কর্নার থেকে গোল করতে না পারাই বিশ্বকাপে ভুগিয়েছে ভারতকে। ভারতের খেলায় নতুন অ্যাপ্রোচ আনার কথা উল্লেখ করেছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে। ১৯৭৫ সাল থেকে হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। সেই খরা মেটানোর চ্যালেঞ্জের পাশাপাশি ভারতকে হকি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতেই হবে। কেন না, এফআইএইচ সভাপতি ইকরাম তায়াব জানিয়েছেন, চলতি বছর যে এশিয়ান গেমস হবে সেটিই অলিম্পিকের কোয়ালিফায়ার হিসেবে বিবেচিত হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে গেমস নিয়ে সংশয় নেই বলেই দাবি তাঁর। একান্তই গেমস না হলে অলিম্পিকে যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাসও দেন তায়াব।

যোগ্যতা অর্জন পর্বের কথা

যোগ্যতা অর্জন পর্বের কথা

জানা গিয়েছে, আয়োজক সরাসরি অলিম্পিকের হকিতে অংশ নেবে। আফ্রিকা, প্যান আমেরিকা, এশিয়া, ইউরোপ ও ওশেনিয়ার চ্যাম্পিয়নরাও সরাসরি অলিম্পিকে খেলার টিকিট পাবে। বাকি ৬টি জায়গার জন্য এফআইএইচ দুটি অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্ট করবে। ২০২৪ সালের গোড়ায় ৮টি করে মোট ১৬টি দলকে নিয়ে। অলিম্পিকের হকিতে পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে থাকবে ১২টি করে দল।

English summary
India Men's Hockey Team Coach Graham Reid Tendered His Resignation. The Members Of His Support Staff, Greg Clark And Scientific Advisor Mitchell David Pemberton Also Quit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X