For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে বার্ষিক অধিবেশন স্থগিত করল আইওসি, নির্বাসনের মুখে দাঁড়িয়ে ভারতের অলিম্পিক সংস্থা, বেঁধে দেওয়া হল সময়

ভারতে বার্ষিক অধিবেশন স্থগিত করল আইওসি, নির্বাসনের মুখে দাঁড়িয়ে ভারতের অলিম্পিক সংস্থা, বেঁধে দেওয়া হল সময়

Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলের উপর ফিফার নির্বাসন উঠেছে বেশি দিন হয়নি তার মধ্যে নির্বাসনের খাঁড়া ঝুলছে আরও একটি ক্রীড়া সংস্থার উপর। যা খবর রয়েছে তাতে অদূর ভবিষ্যতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) নির্বাসিত হতে পারে।

ভারতে বার্ষিক অধিবেশন স্থগিত করল আইওসি, নির্বাসনের মুখে দাঁড়িয়ে ভারতের অলিম্পিক সংস্থা, বেঁধে দেওয়া হল সময়

বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাদের বার্ষিক অধিবেশন ভারতে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে। মুম্বইয়ে ২০২৩ সালের মে মাসে এই বার্ষিক অধিবেশন আয়োজিত হওয়ার কথা ছিল। অভ্যন্তরীন বিরোধ, নানাবিধ সমস্যা, সংগঠন পরিচালনার ত্রুটি এবং একাধিক মামলা আদালতে চলার ফলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনল বর্তমানে গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে।

আইওসি ইতিমধ্যে নির্দিষ্ট সময় ধার্য্য করে দিয়েছে আইওএ-কে নতুন ভাবে নির্বাচন করে সাংগঠনিক প্রক্রিয়ায় সমস্ত সমস্যা দূর করে সুষ্ঠ ভাবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মে মাসে এক্সিকিউটিভ কমিটির বৈঠকের আগে এই সমস্ত সমস্যা দূর করতে না পারলে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এবং এরই সঙ্গে বার্ষিক অধিবেশন সরিয়ে নেওয়া হবে ভারত থেকে।

জেমস ম্যাকলয়েড আইওএ-এর সাধারণ সম্পাদক রাজীব মেহতাকে যে চিঠি দিয়ে জানিয়েছেন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর নির্বাসনের খাঁড়া নেমে এলে 'ভারতীয় অ্যাথেলিটরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং দেশের পতাকার অধীনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না অলিম্পিক গেমস বা অন্য কোনও আন্তর্জাতিক ইভেন্টে।' তিনি আরও জানিয়েছেন, 'যদি নির্বাসন নেমে আসে তা হলে যত দিন না পর্যন্ত ওই নির্বাসন উঠছে তত দিন আইওএ কোনও আর্থিক সাহায্য পাবে না অলিম্পিক মুভমেন্টের তরফ থেকে।' চলতি মাসে এটি দ্বিতীয় বার যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ত্রুটির কারণে আইওএ-কে নির্বাসনের হুমকি দিল আইওসি। জুলাই মাসে আইওসি জানিয়েছিল তারা আইওএ-কে নির্বাসিত করতে বাধ্য হবে যদি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আগামী কয়েক সপ্তাহের মধ্যে চতুবার্ষিক নির্বাচন করতে ব্যর্থ হয়।

গত বছর ডিসেম্বরে আইওএ-এর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। এর আগে ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে এক বছরের জন্য ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে সাসপেন্ড করেছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। দশ বছরের ব্যবধানে আবারও সেই আশঙ্কা গ্রাস করছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, "অনিশ্চিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ২০২৩ সালের মে মাসে মুম্বইতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা অধিবেশন সেপ্টেম্বর/অক্টোবর ২০২৩ পর্যন্ত স্থগিত করা হচ্ছে। ডিসেম্বর ২০২২-এ আইওসি'র এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে ভারতের জাতীয় অলিম্পিক কমিটিকে ঘিরে যে সিদ্ধান্ত নেওয়া হবে তার উপর নির্ভর করে আইওসি এক্সিকিউটিভ বোর্ড সিদ্ধান্ত নেবে যে ২০২৩ সালের আইওসি অধিবেশন ভারতে আয়োজিত হবে নাকি অন্যত্র স্থানান্তর করা হবে।" অর্থাৎ বার্তা অত্যন্ত স্পষ্ট, ডিসেম্বর ২০২২-এর মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে না পারলে নির্বাসন এক প্রকার নিশ্চিত ভারতের।

'আমি তা হলে বাইরে বসে যাই?' কোহলির ওপেন করা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে গর্জে উঠলেন রাহুল'আমি তা হলে বাইরে বসে যাই?' কোহলির ওপেন করা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে গর্জে উঠলেন রাহুল

English summary
If election not held by December 2022, IOA will be suspended, IOC issues final Warning. IOC also postponed annual session which was to be held in Mumbai in May 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X