For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে থেকেও বেলজিয়ামকে হারিয়ে হকি বিশ্বকাপ জয় জার্মানির

  • |
Google Oneindia Bengali News

ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত এবছরের হকি বিশ্বকাপ জিতল জার্মানি। এই নিয়ে তৃতীয়বার জার্মানরা হকি বিশ্বকাপ ঘরে তুলল। এদিনের ফাইনালে বেলজিয়ামকে শুটআউটে ৫-৪ ব্যবধানে জিতে কাপ জিতল জার্মানি।

পিছিয়ে থেকেও বেলজিয়ামকে হারিয়ে হকি বিশ্বকাপ জয় জার্মানির

এদিন নির্ধারিত সময় পর্যন্ত খেলা ৩-৩ ছিল। শুরুতে ০-২ গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। হাফটাইমে খেলার ফলাফল ছিল ১-২। জার্মানরা একটি গোল শোধ করে। তারপরে দ্বিতীয়ার্ধে জার্মানরা আরও ২টি গোল দিয়ে ৩-২ লিড নিয়ে নেয়। একেবারে শেষে এসে বেলজিয়াম সমতা ফেরায়। শেষ অবধি ফুল টাইমে খেলার ফলাফল ছিল ৩-৩। অবশেষে শুটআউটে বেলজিয়াম হেরে গিয়েছে জার্মানির কাছে।

এদিন বেলজিয়ামের হয়ে গোল করেন ভ্যান ফ্লোরেন্ট, কসিন্স ট্যানগাই ও বুন টম। ওদিকে জার্মানদের হয়ে গোল করেন গ্র্যামবুশ ম্যাটস, ওয়েলেন নিকলাস ও পেইল্যাট গঞ্জালো।

সাডেন ডেথে প্রথমে স্কোর করে জার্মানি। বেলজিয়ামও স্কোর করে নিজেদের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল। অন্যদিকে সেকেন্ড রাউন্ডের সাডেন ডেথে জার্মানি গোল করলেও বেলজিয়াম স্কোর করতে পারেনি। ফলে শেষ অবধি জার্মানি ৫-৪ ব্যবধানে জিতে যায়।

এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন নিকলাস ওয়েলেন।

এর আগে জার্মানি ২০০২ ও ২০০৬ সালে হকি বিশ্বকাপ জিতেছিল। ২০১০ সালে তারা রানার্স হয়। ১৯৮২ সালেও তৎকালীন পশ্চিম জার্মানি রানার্স হয়েছিল। অন্যদিকে বেলজিয়াম ২০১৮ সালে প্রথমবার হকি বিশ্বকাপ জেতে। এবছর তাঁরা রানার্স হল।

English summary
Hockey World Cup Final 2023: Germany Beat Belgium To Lift The Title
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X