For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিরাগ-সাত্বিকের ইতিহাস! কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জয় ভারতীয় জুটির

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে আজ ভারতের শাটলারদের তিনটি ফাইনাল ছিল। প্রথমে মহিলাদের সিঙ্গলসে সোনা জেতেন পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে পিছিয়ে পড়েও সোনা জয়ের লক্ষ্যভেদ করেন লক্ষ্য সেনের। এরপর ব্রিটিশ-বধ সেরে পুরুষদের ডাবলসে ভারতকে সোনা এনে দিল চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। এই প্রথম কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টন ডাবলসে কোনও পদক এলো ভারতের ঝুলিতে। তাও আবার সোনা!

সোনার হ্যাটট্রিক

সোনার হ্যাটট্রিক

বার্মিংহ্যাম গেমসের শেষ দিনে ব্যাডমিন্টনে ভারতের সোনা জয়ের হ্যাটট্রিকটি নিশ্চিত করে ডাবলস জুটি। চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির সামনে ছিলেন ইংল্যান্ডের সিন ভেন্ডি ও বেন লেন। ভারতীয় জুটি ব্রিটিশ বধ সারল ২১-১৫, ২১-১৩ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে। প্রথম ভারতীয় জুটি হিসেবে কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনে দেশকে ডাবলসে পদক এনে দিলেন চিরাগ-সাত্বিক। এদিন শুরু থেকেই দাপট বজায় রেখে খেলতে থাকেন তাঁরা। প্রথম গেম সহজে জেতার পর দ্বিতীয় গেমের শুরুটাও হয়েছিল দাপটের সঙ্গে। তবে একটা সময় স্কোর দাঁড়ায় ৬-৬।

ইতিহাসে চিরাগ-সাত্বিক

ইতিহাসে চিরাগ-সাত্বিক

যদিও এরপর আর ভারতীয় জুটিকে ফিরে তাকাতে হয়নি। পয়েন্টের ব্যবধান ক্রমেই বাড়তে থাকে। শেষে দ্বিতীয় গেমটি চিরাগ-সাত্বিক জুটি জিতে নেয় ২১-১৩ ব্যবধানে। তখনই নিশ্চিত হয় ভারতের ঐতিহাসিক সোনাটি। এটি এবারের গেমসে ভারতের ২১তম সোনা। কয়েক মিনিটের ব্যবধানে ভারতকে ২২তম সোনাটি জেতান অচন্ত শরথ কমল, টিটিতে পুরুষদের ফাইনালে।

সিন্ধু দেন প্রথম সোনা

সিন্ধু দেন প্রথম সোনা

আজ গেমসের শেষ দিনে ভারতকে ব্যাডমিন্টনে প্রথম সোনাটি এনে দেন পিভি সিন্ধু। কমনওয়েলথ গেমসে এটিই সিঙ্গলসে তাঁর প্রথম সোনা জয়। এবারের কমনওয়েলথ গেমসেও ব্যাডমিন্টনে দেশকে প্রথম সোনাটি এনে দেয় সিন্ধু-গর্জন। কানাডার মিচেল লি-কে ভারতের ১ নম্বর শাটলার সিন্ধু হারিয়ে দেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিন্ধু-সহ পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

লক্ষ্য সেনের লক্ষ্যভেদ

লক্ষ্য সেনের লক্ষ্যভেদ

সিন্ধুর পর পুরুষদের সিঙ্গলস ফাইনালে ভারতকে সোনা জেতান লক্ষ্য সেন। তিনি ফাইনালে খেলতে নেমেছিলেন মালয়েশিয়ার এনজি জে ইয়ংয়ের বিরুদ্ধে। প্রথম গেমে ১৯-২১ ব্যবধানে পরাস্ত হলেও পরের দুটি গেম তিনি জিতে নেন ২১-১৯ ও ২১-১৬ ব্যবধানে। প্রথম গেমে একটা সময় লক্ষ্য এগিয়ে ছিলেন ৫-৪ ব্যবধানে। তবে এরপর এগিয়ে যেতে থাকেন মালয়েশীয় প্রতিপক্ষ। ১৯-১৯ করেও শেষরক্ষা করতে পারেননি লক্ষ্য, প্রথম গেম হারতে হয়। তারপরই দুরন্ত কামব্যাক। এদিকে, ভারত হকিতে অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে হেরে রুপো জিতেছে। ফলে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৬১। ২২টি সোনা, ১৬টি রুপো, ২৩টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। শুটিং ইভেন্ট ছাড়াই ভারতের এত পদক জয় নিঃসন্দেহে উজ্জীবিত করবে দেশের ক্রীড়ামহলকে।

কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে ৬১ পদক, গোল্ড কোস্টকে টপকাতে না পেরে চতুর্থ স্থান দখলকমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে ৬১ পদক, গোল্ড কোস্টকে টপকাতে না পেরে চতুর্থ স্থান দখল

English summary
CWG 2022: Duo Of Satwiksairaj Rankireddy And Chirag Shetty Secures Gold. This Is The First CWG Medal For India In Badminton Men's Doubles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X