For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ লাভপ্রীতের! জুডো ও বক্সিংয়ে পদক নিশ্চিত ভারতের, জয় মহিলা হকিতে

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিন ভারতের পদকের সংখ্যা বেড়ে আপাতত ১৪। ইতিমধ্যে জুডো ও বক্সিংয়ে পদক নিশ্চিত হয়েছে। আজ আরও কয়েকটি ইভেন্ট থেকে ভারতের পদক নিশ্চিত হতে পারে। এদিন ভারোত্তোলনে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন লাভপ্রীত সিং। মহিলাদের হকিতে কানাডাকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।

ভালো শুরু লাভপ্রীতের

ভালো শুরু লাভপ্রীতের

পুরুষদের ভারোত্তোলনের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন লাভপ্রীত। স্ন্যাচে শেষ প্রয়াসে তিনি ১৬৩ কেজি তোলেন, যা জাতীয় রেকর্ড। ক্লিন অ্যান্ড জার্কে ফের রেকর্ড গড়ে ১৯২ কেজি তোলেন। সবমিলিয়ে ৩৫৫ কেজি ভার তোলেন, সেটিও জাতীয় রেকর্ড। এই বিভাগে সোনা জিতেছেন ক্যামেরুনের জুনিয়র পেরিক্লেক্স নাদজা নিয়াবেউ। তিনি স্ন্যাচে ১৬০ ও ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ২০১ কেজি। মোট ৩৫৮ কেজি তুলে রুপো জেতেন সামোয়ার জ্যাক হিতিলিয়া ওপেলোগ। তিনি স্ন্যাচে ১৬৪ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৯৪ কেজি তোলেন। লাভপ্রীত শুরুটা করেছিলেন ভালোই। স্ন্যাচে প্রথম প্রয়াসেই তোলেন ১৫৭ কেজি। পরে অবশ্য শীর্ষস্থান ধরে রাখতে পারেননি। দ্বিতীয় প্রয়াসে ১৬১ কেজি তুলে ফের শীর্ষস্থান দখল করেন। কিন্তু কানাডার ভারোত্তোলক ১৬৩ কেজি তুলে লাভপ্রীতকে দুইয়ে নামিয়ে দেন। লাভপ্রীত শেষ প্রয়াসে ১৬৩ কেজি তুলে কানাডার পিয়ের-আলেকজান্ডার বেসেটের সঙ্গে যুগ্ম দ্বিতীয় স্থানে থাকেন।

ব্রোঞ্জে ভারতের পদক বেড়ে ১৪

ক্লিন অ্যান্ড জার্কে লাভপ্রীত প্রথম প্রয়াসে তোলেন ১৮৫ কেজি। এর ফলে তাঁর প্রথম স্থানে থাকার দাবি জোরালো হয়। এরপর তোলেন ১৮৯ কেজি। এর ফলে কম্বাইন্ড লিফট ৩৪৮ কেজি থেকে বেড়ে হয় ৩৫২ কেজি। তৃতীয় প্রয়াসে তিনি ১৯২ কেজি তোলেন। কম্বাইন্ড লিফট বেড়ে হয় ৩৫৫ কেজি। যদিও পরে দেখা যায় সামোয়া ও ক্যামেরুনের ভারোত্তোলকরা ক্লিন অ্যান্ড জার্কে দাপট দেখিয়ে লাভপ্রীতকে তৃতীয় স্থানে ঠেলে দেন। এই ব্রোঞ্জ পদক পরবর্তী ইভেন্টের জন্য তাঁর আত্মবিশ্বাস বাড়াল বলে জানিয়েছেন লাভপ্রীত।

বক্সিংয়ে পদক নিশ্চিত

আজ বক্সিংয়ে ভারতের বেশ কয়েকটি পদক নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পদক নিশ্চিত করেছেন ২১ বছরের বক্সার নীতু ঘাঙ্ঘাস। তিনি মহিলাদের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেলেছেন। যুব বক্সিংয়ে দুবারের সোনাজয়ী জয়ী ঘোষিত হন উত্তর আয়ারল্যান্ডের নিকোল ক্লাইডের বিরুদ্ধে। বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন মহম্মদ হুসামুদ্দিনও। পুরুষদের ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি ৪-১ ব্যবধানে হারালেন ট্রাইএগেইন মর্নিং এনডেভেলোকে। আজ লাভলিনা বরগোঁহাই. নিখাত জারিন, আশিস কুমার কোয়ার্টার ফাইনাল বাউটে নামবেন।

তুলিকা সোনার লক্ষ্যে

তুলিকা সোনার লক্ষ্যে

জুডোয় ভারতের তৃতীয় পদকটি নিশ্চিত করেছেন তুলিকা মান। তিনি মহিলাদের +৭৮ কেজি বিভাগের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুজকে ইপ্পনে হারিয়ে দেন। চারবারের জাতীয় চ্যাম্পিয়ন ২২ বছরের তুলিকা প্রথম দিকে পিছিয়ে থাকলেও ইপ্পনে বাজিমাত করেন। তিন মিনিটের মধ্যে জয় ছিনিয়ে তিনি পৌঁছে গিয়েছেন ফাইনাল। আজই কয়েক ঘণ্টা পর তিনি নামবেন ঐতিহাসিক সোনা জয়ের লক্ষ্যে। স্কটল্যান্ডের সারাহ অ্যাডলিংটনের বিরুদ্ধে। এদিকে, পদক না জিতলেও মহিলাদের স্কোয়াশের প্লেট ফাইনালে জিতেছেন সুনয়না কুরুভিল্লা। স্কোয়াশে মিক্সড ডাবলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জয় পেয়েছেন জোশনা চিনাপ্পা ও হরিন্দর পাল সিং সান্ধু।

চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া

মহিলাদের হকিতে ভারত কানাডাকে ৩-২ গোলে হারিয়ে পৌঁছে গিয়েছে শেষ চারে। পুল এ-র ম্যাচে এই জয়ের সুবাদে সেমিফাইনালে ভারত খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম কোয়ার্টারে ভারত ১ গোলে এগিয়ে ছিল। বিরতিতে সেই ব্যবধান দাঁড়ায় ২-১। তৃতীয় কোয়ার্টারে কানাডা ২-২ করে ফেলে। শেষ কোয়ার্টারে একটি গোল করার সুবাদে ভারত সেমিফাইনালে পৌঁছে যায়। ভারতের হয়ে গোলগুলি করেছেন লালরেমসিয়ামি, নবনীত কৌর ও সালিমা টেটে। অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে।

সূর্যকুমার যাদবের পারফরম্যান্সে প্রবল চাপে বাবর আজম, কোন সিংহাসন হারাতে চলেছেন পাক অধিনায়ক?সূর্যকুমার যাদবের পারফরম্যান্সে প্রবল চাপে বাবর আজম, কোন সিংহাসন হারাতে চলেছেন পাক অধিনায়ক?

English summary
Commonwealth Games 2022: Weightlifter Lovepreet Wins Bronze. India Women Team Reaches Hockey Semi Finals. Judoka Tulika Mann And Boxer Nitu Ganghas Assure Medals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X