For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব ব্য়াডমিন্টন শুরু কাল, ভারতীয়দের প্রতিপক্ষ কারা? কোথায় কখন থেকে দেখা যাবে ম্যাচ?

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে সাফল্যের পর ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের দিকে নজর থাকবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships)। টোকিওয় বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল থেকে। এই প্রতিযোগিতায় ভারতের সফলতম তথা এবারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পিভি সিন্ধু চোটের কারণে নাম প্রত্যাহার করেছেন। বিশেষভাবে নজর থাকবে লক্ষ্য সেন, সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির দিকে।

পুরুষদের সিঙ্গলস

পুরুষদের সিঙ্গলস

গত বছরের বিশ্ব ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে রুপো জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। ব্রোঞ্জ জেতেন লক্ষ্য সেন। এবারও তাঁরা ফেভারিট হিসেবে নামছেন। পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৬৪-এ লক্ষ্য সেনের প্রতিপক্ষ ডেনমার্কের হানস-ক্রিস্টিয়ান সলবার্গ। লক্ষ্য, শ্রীকান্ত এবং এইচ এস প্রণয় এবার রয়েছেন একই কোয়ার্টারে। ফলে এই বিভাগে ভারতের পদকের সম্ভাবনা এমনিতেই কমেছে। লক্ষ্য নবম বাছাই। এবার দুরন্ত ফর্মে থাকা প্রণয় দ্বিতীয় রাউন্ডে কেন্তো মোমোতাকে হারিয়ে দিলে তৃতীয় রাউন্ডে লক্ষ্য সেনের মুখোমুখি হবেন। প্রণয় অভিযান শুরু করবেন লুকা র‍্যাবারের বিরুদ্ধে। ২০১৯ সালের বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জজয়ী বি সাই প্রণীথ প্রথম রাউন্ডে খেলবেন বিশ্বের চার নম্বর তাইওয়ানের শাটলার চৌ তিয়েন-চেনের বিরুদ্ধে। কিদাম্বি শ্রীকান্ত এবারের বিশ্ব ব্যাডমিন্টনে দ্বাদশ বাছাই। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ আয়ারল্যান্ডের নাহাত নিগুয়েন।

মহিলাদের সিঙ্গলস

মহিলাদের সিঙ্গলস

মহিলাদের সিঙ্গলসে নজর থাকবে সাইনা নেহওয়ালের দিকে। রাউন্ড অব ৬৪ বা প্রথম রাউন্ডে সাইনার প্রতিপক্ষ হংকংয়ের চিউং নগান আইয়ের বিরুদ্ধে। বিশ্ব ব্যাডমিন্টনে রুপো ও ব্রোঞ্জজয়ী ৩২ বছরের সাইনা কেমন ফর্মে থাকেন সেটাই দেখার। চোট ও খারাপ ফর্মের কারণে দীর্ঘদিন তিনি চেনা ছন্দে নেই। ১৬ মাস পর সম্প্রতি সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার অবধি পৌঁছেছিলেন। মহিলাদের সিঙ্গলসে নজর থাকবে মালবিকা বাঁসোড়ের দিকে। তিনি প্রথম রাউন্ডে নামবেন ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে।

ডাবলস ও মিক্সড ডাবলস লড়াই

ডাবলস ও মিক্সড ডাবলস লড়াই

পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডে বাই পেয়েছে সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডে ভারতের আরও তিনটি জুটি থাকছে। এমআর অর্জুন-ধ্রুব কাপিলা খেলবেন সুপাক জমকোহ-কিট্টিনুপং কেডরেন জুটির বিরুদ্ধে। মনু অত্রি-বি সুমিত রেড্ডি জুটির সামনে হিরোকি ওকামুরা-মাসাইউকি ওনোডেরা জুটি। এ ছাড়া কৃষ্ণপ্রসাদ গারাগা-বিষ্ণুবর্ধন গৌড় পাঞ্জালা জুটি নামবে ফ্যাবিয়ান ডেলরু-উইলিয়াম ভিলেজার জুটির বিরুদ্ধে। মহিলাদের ডাবলস জুটির মধ্যে অশ্বিনি পোন্নাপ্পা-এন সিক্কি রেড্ডি জুটি প্রথম রাউন্ডে খেলবে আমিনাথ-ফতিমা জুটির বিরুদ্ধে। তৃযা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটির সামনে লো ইন ইউয়ান-ভালেরি সিওউ জুটি। পূজা দান্দু-সঞ্জনা সন্তোষ জুটি অভিযান শুরু করবে লুসিয়া ক্যাস্টিলো সালজার-পলা লা তোরে লিগাল জুটির বিরুদ্ধে। মিক্সড ডাবলসে রাউন্ড অব ৬৪-এ ভারতের ভেঙ্কট গৌরব প্রসাদ-জুহি দেওয়ানগণ জুটি নামবে গ্রেগরি মেয়ার্স ও জেনি মুর জুটির বিরুদ্ধে। ঈশান ভাটনাগর-তানিশা ক্র্যাস্টো জুটির সামনে প্যাট্রিক শেইয়েল-ফ্রাঞ্জিসকা ভল্কম্যান জুটি।

কোথায় কীভাবে দেখবেন?

কোথায় কীভাবে দেখবেন?

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব ৬৪-এর খেলাগুলি চলবে অগাস্টের ২২ ও ২৩ তারিখ। অগাস্টের ২৩ ও ২৪ তারিখ রয়েছে রাউন্ড অব ৩২-এর খেলাগুলি। ২৫ অগাস্ট রাউন্ড অব ১৬-র ম্যাচগুলি হবে। কোয়ার্টার ফাইনালের খেলাগুলি রয়েছে অগাস্টের ২৬ তারিখ। ২৭ অগাস্ট হবে সেমিফাইনাল। বিভিন্ন বিভাগের ফাইনালগুলি রয়েছে ২৮ অগাস্ট। ভারতীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে খেলাগুলি শুরু হবে। স্পোর্টস ১৮ চ্যানেলে হবে সরাসরি সম্প্রচার। এ ছাড়াও লাইভ স্ট্রিমিং দেখা যাবে Voot অ্যাপ ও ওয়েবসাইটে।

English summary
BWF World Championships 2022: Schedule Of Indian Shuttlers. Know The Date And Timings And How To Watch On TV.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X