For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকে অনির্বাণ লাহিড়ির যোগ্যতা অর্জন, গর্বিত বাঙালি গলফার

টোকিও অলিম্পিকে অনির্বাণ লাহিড়ির যোগ্যতা অর্জন, আপ্লুত বাঙালি গলফার

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রথম গলফার হিসেবে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন অনির্বাণ লাহিড়ি। রিও গেমসের পর টোকিওর ছাড়পত্র পেয়ে আপ্লুত হয়েছেন বাঙালি গলফার। তাঁকে শুভেচ্ছা জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। অনির্বাণকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।

টোকিও অলিম্পিকে অনির্বাণ লাহিড়ির যোগ্যতা অর্জন, গর্বিত বাঙালি গলফার

মঙ্গলবার টোকিও গেমসের সর্বশেষ ক্রমতালিকা প্রকাশ করা হয়। যেখানে সর্বশেষ অর্থাৎ ৬০তম স্থানের কোটাই অর্জন করেছেন ভারতীয় গলফার। টোকিও অলিম্পিকের গলফ বিভাগে ভারতের জন্য একটি মাত্র স্থানই বরাদ্দ ছিল। বিশ্ব ক্রমতালিকার ৩৪০ নম্বর স্থানে অবস্থান করছেন অনির্বাণ। যা ভারতীয়দের মধ্যে সেরা। তার নিরিখেই টোকিও অলিম্পিকে বাঙালি গলফারকে জায়গা দেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০১৬ সালের রিও অলিম্পিকেও ভারত থেকে প্রতিনিধিত্ব করেছিলেন বাঙালি অনির্বাণ। সেবার বিশেষ কিছু করতে না পারলেও, সেই হার থেকে শিক্ষা নিয়ে টোকিও গেমসে তিনি ভাল পারফরম্যান্স করবেন বলেই আশা দেশের ক্রীড়া প্রেমীদের। অনির্বাণকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। তারা টুইট করে বাঙালি গলফারের জন্য গর্ব প্রকাশ করেছে। অনির্বাণের সাফল্যে গর্বিত হয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও। দেশের প্রথম গলফার হিসেবে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পারা বাঙালিকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন।

বিশ্ব ক্রমতালিকার প্রেক্ষিতে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেত পেরে বিস্ময় প্রকাশ করেছেন অনির্বাণ লাহিড়ি। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে দেশকে আরও একবার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা তাঁর কাছে গর্বের বলেও জানিয়েছেন বাঙালি গলফার। অনির্বাণের টুইটে আপ্লুত হয়েছেন নেটিজেনরা।

টোকিও অলিম্পিকে অনির্বাণ লাহিড়ির যোগ্যতা অর্জন, গর্বিত বাঙালি গলফার

পুনের ৩৩ বছরের বাঙালি গলফার পেশাদারি সার্কিটে ১৮টি ম্যাচ জিতেছেন। ইউরোপীয়ান, এশিয়ান ও পিজিএ ট্যুরে চুটিয়ে খেলে চলা অনির্বাণ, ২০১৫ সালে বিশ্ব ক্রমতালিকার ৩৩ নম্বর স্থান অর্জন করেছিলেন। সেটিই ছিল তাঁর কেরিয়ারের সেরা সময়। পেশাদারি কেরিয়ারে দুটি ইউরোপীয়ান ও সাতটি এশিয়ান ট্যুরে অংশ নেওয়া অনির্বাণ ২০০৯ সালে প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার অর্ডার অফ মেরিটে সম্মানিত হয়েছিলেন। ২০১৫ সালে এশিয়ান ট্যুরের অর্ডার অফ মেরিট হয়েছিলেন ভারতের অনির্বাণ। তাঁর সাফল্যে গর্বিত হয়েছে দেশ।

English summary
Bengali Golfer Anirban Lahiri qualifies for the Tokyo Olympics 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X