For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শ্রীরাম স্লোগান শুনে কুণাল ঘোষ যা করলেন, এক চালে মাত বিজেপির নেতা-কর্মীরা

সম্প্রতি তৃণমূল নেতাদের দেখলেই জয় শ্রীরাম ধ্বনি তোলা হচ্ছে। তা নিয়ে সাম্প্রতিক অতীতে কম চর্চা হয়নি। এমনকী জয় শ্রীরাম স্লোগান উঠেছে সরকারি অনুষ্ঠানেও। বিতর্ক হয়েছে তা নিয়েও।

Google Oneindia Bengali News

সম্প্রতি তৃণমূল নেতাদের দেখলেই জয় শ্রীরাম ধ্বনি তোলা হচ্ছে। তা নিয়ে সাম্প্রতিক অতীতে কম চর্চা হয়নি। এমনকী জয় শ্রীরাম স্লোগান উঠেছে সরকারি অনুষ্ঠানেও। বিতর্ক হয়েছে তা নিয়েও। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাস্তাতেও উঠেছে স্লোগান। এবার স্লোগান উঠল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে দেখে।

মমতা বন্দ্যোপাধ্যায় যা পারেননি

মমতা বন্দ্যোপাধ্যায় যা পারেননি

কিন্তু তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জয় শ্রীরাম স্লোগান শোনার পর যা করলেন, তাতে এক চালেই মাত হয়ে গেলেন বিজেপির নেতা-কর্মীরা। বিজেপি চুপ কুণাল ঘোষের 'প্রতিক্রিয়া'য়। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যা পারেননি, তা করে দেখালেন কুণাল ঘোষ।

জয় শ্রীরাম স্লোগান শুনে কুণাল ঘোষ

জয় শ্রীরাম স্লোগান শুনে কুণাল ঘোষ

এমনকী বিরোধীদের দেখে যখন জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের নেতা-কর্মীরা, তখন দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররাও পারেননি এই কাজ করতে গান্ধীগিরির এক নিদর্শন স্থাপন করলেন তৃণমূলের মুখপাত্র। তিনি জয় শ্রীরাম স্লোগান শুনে হাসিমুখে হাত মেলালেন বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে।

গান্ধীগিরির পর নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধায় কুণাল

গান্ধীগিরির পর নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধায় কুণাল

শুক্রবার গান্ধীগিরির পর শনিবার নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধা স্মরণে উপস্থিত হল কুণাল ঘোষ। সেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনেন তিনি। ৭ জানুয়ারি নন্দীগ্রাম শহিদ দিবস শহিদদের প্রতি অঞ্জলি দিতে ভোরেই হাজির হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

শহিদ বেদিতে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক

শহিদ বেদিতে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক

সেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন কুণাল। কুণালের দাবি, শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর কোনও নৈতিক অধিকার নেই শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের মানুষ জানে ২০০৭ সালের ২৭ জানুয়ারি কারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ওপর গুলি চলেছিল। সেই নৃশংস হত্যার পিছনে যাঁরা দায়ী, তাঁদেরকে নিয়ে ঘুরে বেড়ান শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের ভাঙ্গাভেড়াতে শহিদ স্মরণ

নন্দীগ্রামের ভাঙ্গাভেড়াতে শহিদ স্মরণ

কুণাল ঘোষ বলেন, তৎকালীন শাসকদল সিপিএমের কর্মী সমর্থকরাই আজ শুভেন্দু অধিকারীর সহযাত্রী। তাঁরাই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। যারাই ঘাতক তারা আজ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে, এটা সবথেকে বড় অপমানের। এদিন নন্দীগ্রামের ভাঙ্গাভেড়াতে শহিদ স্মরণ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রামের ভূমি আন্দোলনে বলিদান

নন্দীগ্রামের ভূমি আন্দোলনে বলিদান

আজকের দিনে নন্দীগ্রামের ভূমি আন্দোলন করতে গিয়ে ভরত মণ্ডল, শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি ভোররাতে আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। তাই আজকের দিনটিকে প্রতিবছর তৃণমূল কংগ্রেস ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ দিবস হিসেবে পালন করে আসছে।

ভোর চারটেয় শহিদ স্মরণ তৃণমূলের

ভোর চারটেয় শহিদ স্মরণ তৃণমূলের

এ বছরও ভোর সাড়ে চারটের সময় শহিদ স্মৃতিতে প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ দিবস হিসেবে পালন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ছাড়াও মন্ত্রী অখিল গিরি, সুপ্রকাশ গিরি-সহ বিভিন্ন নেতৃত্ব এবং এলাকার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা বলতে চাপ নবান্নের অফিসারের! জামিনের পরেই বিস্ফোরক কাঁথির ঠিকাদার রাম পণ্ডারশুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা বলতে চাপ নবান্নের অফিসারের! জামিনের পরেই বিস্ফোরক কাঁথির ঠিকাদার রাম পণ্ডার

English summary
Kunal Ghosh shows Gandhigiri in Nandigram to hear Joy Sri Ram slogan of BJP workers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X