For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে যোগ দিলেন সিপিআই কাউন্সিলর, ভোট মিটতেই দলবদল শুরু খড়গপুরে

তৃণমূলে যোগ দিলেন সিপিআই কাউন্সিলর, ভোট মিটতেই দলবদল শুরু খড়গপুরে

Google Oneindia Bengali News

বাংলায় তৃণমূলই একমাত্র বিকল্প। তাই তৃণমূলে যেগদানের হিড়িক অব্যাহত রয়েছে। সে বিজেপি হোক বা কংগ্রেস, কিংবা সিপিএম- সবার অভিমুখ তৃণমূলের দিকে। তেমনই খড়গপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর এবার যোগ দিলেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাঁর হাতে পতাকা তুলে দেন।

সিপিআই কাউন্সিলর তৃণমূলে

সিপিআই কাউন্সিলর তৃণমূলে

সিপিআই কাউন্সিলর নার্গিস পারভিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বলেন, বাংলার তৃণমূল ছাড়া আর কোনও দল বাংলার মানুষের কথা এই মুহূর্তে ভাবছে না। বাংলার মানুষের জন্য কাজ করছে না। বাংলার মানুষের জন্য কাজ করতে গেলে তৃণমূল ছাড়া গতি নেই। তাই তৃণমূলের পতাকা তুলে নিলাম মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে।

সিপিআই ভাঙলেন কুণাল

সিপিআই ভাঙলেন কুণাল

সিপিআই কাউন্সিলর নার্গিস পারভিনকে তৃণমূলে যোগদান করিয়ে রাজ্যের সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলার তৃণমূল ছাড়া আর কোনও দলের সে অর্থে অস্তিত্ব নেই। যাঁরা মানুষের জন্য কাজ করতে চাইবে, তাঁরা সবাই তৃণমূলের ছত্রছায়ায় আসবে। কেননা আর অন্য কোনও দল মানুষের জন্য কাজ করে না।

বাংলায় শান্তিপূর্ণ ভোট, প্রমাণ খড়গপুর

বাংলায় শান্তিপূর্ণ ভোট, প্রমাণ খড়গপুর

কুণাল ঘোষ বলেন, বাংলায় যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, খড়গপুর তার প্রমাণ। সিপিআই কাউন্সিলর নার্গিস পারভিন পাঁচ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। যদি বাংলার নির্বিঘ্নে না ভোট হত, সিপিআই কাউন্সিলর কখনই বিপুল ভোটে জিততে পারতেন না। সিপিআই কাউন্সিলর বিপুল ভোটে জয় পাওয়ার পর বুঝেছেন, মানুষ তাঁর প্রতি আস্থা রেখেছেন। এবার মানুষের জন্য কাজ করতে হবে। তাই তৃণমূল ছাড়া সেই কাজ করা সম্ভব নয়। তিনি তৃণমূলে নাম লিখিয়েছেন।

ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুন প্রসঙ্গে

ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুন প্রসঙ্গে

এদিন ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় কুণাল ঘোষ বলেন, যাঁরা খুনের ঘটনায় জড়িত তাঁরা যে দলেরই হোক কাউকে রেয়াত করা হবে না। সবাইকে সাজা পেতে হবে। আইন আইনের পথে চলেই দোষীকে কড়া শাস্তি দেবে। আগে দেখতে হবে এই ঘটনায় মাস্টারমাইন্ড কে? তৃণমূল কংগ্রেসকে কে অস্বস্তিতে ফেলতে চাইছে।

অধীর চৌধুরীর সিবিআই দাবি প্রসঙ্গে

অধীর চৌধুরীর সিবিআই দাবি প্রসঙ্গে

তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি এই ঘটনার কংগ্রেস সিবিআই তদন্তের দাবিতে সুর চড়ানোয় অধীর চৌধুরীকে একহাত নিয়েছেন। তিনি বলেন, অধীর চৌধুরী সিবিআই চাইছেন আর সোনিয়া গান্ধী টেবিল চাপড়ে সমর্থন করছেন। যখন চিদম্বরমের বাড়ি সিবিআই যাবে বা গান্ধী পরিবারের দিকে সিবিআই তাক করবে, তখন সোনিয়া গান্ধী বা কংগ্রেস কতা সমর্থন করবে তো! মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ওই ঘটনার পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত হবে।

পোস্টাল ব্যালট-ই বলে দিচ্ছে ৩০৪ আসনে ফলের সত্যিটা, বলছেন অখিলেশ যাদব পোস্টাল ব্যালট-ই বলে দিচ্ছে ৩০৪ আসনে ফলের সত্যিটা, বলছেন অখিলেশ যাদব

English summary
CPI councilor joins in TMC after Municipal Election of Kharagpur by Kunal Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X