For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনের আগে 'উত্তপ্ত' কামারহাটি! ভয়াবহ বিস্ফোরণে আহত ২

পঞ্চায়েত নির্বাচনের আগে 'উত্তপ্ত' কামারহাটিতে! ভয়াবহ বিস্ফোরণে আহত ২

  • |
Google Oneindia Bengali News

সামনেই পঞ্চায়েত নির্বাচনে। মাঝে মধ্যে বোমা উদ্ধার আর বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার বিভিন্ন জায়গা থেকে। তবে এদিনের বিস্ফোরণ শহরতলীতে। এদিন সকালে কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণে এক দুষ্কৃতী ও এক মহিলা আহত হয়েছেন। । তাঁদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়।

গ্যাস ফিলিংয়ের দোকানে বিস্ফোরণ

গ্যাস ফিলিংয়ের দোকানে বিস্ফোরণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে গ্যাস ফিলিংয়ের দোকানের সামনে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আচমকা হওয়া বিস্ফোরণে হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিস্ফোরণ স্থালে যান। সেই সময়ও ধোঁয়া ছিল ঘটনাস্থলে। তিনজনকে আহত ব্যক্তিকে নিয়ে যান হাসপাতালে।

 কীভাবে বিস্ফোরণ

কীভাবে বিস্ফোরণ

কীভাবে এই বিস্ফোরণ হল তা প্রথমে পরিষ্কার না হলেও পুলিশ বলে গ্যাস ফিলিংয়ের সময়ই বিস্ফোরণ। পরে ঘটনাস্থলে দমকল যায় এবং বোমার স্প্লিন্টার উদ্ধার করে। দমকলই জানায় বোমা বিস্ফোরণ হয়েছে।

 ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থল খড়দহ এবং কামারহাটি থানার সংযোগস্থলে। তাই খবর পেয়েই ঘটনাস্থলে যায় দুই থানারই বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হয়েছে।

 খবর পেয়েছেন স্থানীয় বিধায়ক

খবর পেয়েছেন স্থানীয় বিধায়ক

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কাছে বিস্ফোরণের খবর পৌঁছেছে। খবর পাওয়ার পরে তিনি ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন। বিস্ফোরণে আহতদের প্রতিও তাঁর নজর রয়েছে বলে জানিয়েছেন মদন মিত্র।

Joshimath: জোশীমঠের অবস্থা আরও সংকটজনক, প্রকাশ্যে ধামি সরকারের চাঞ্চল্যকর রিপোর্টJoshimath: জোশীমঠের অবস্থা আরও সংকটজনক, প্রকাশ্যে ধামি সরকারের চাঞ্চল্যকর রিপোর্ট

English summary
Two people injures in a explosion in a Gas filling ship in Kamathari ward no 7
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X