For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে নীল-সাদা রঙে কর মকুব, সিদ্ধান্ত কার্যকর ভোটের আগেই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: চাপের মুখে মাথা নোয়াতে রাজি হল না কলকাতা পুরসভা। বাড়ি নীল-সাদা রং করলে সম্পত্তি কর মকুব হবে, এই মর্মে যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা কার্যকর করা হচ্ছে ভোটের আগেই। এর ফলে আয় কমবে জেনেও পিছু হটতে রাজি নন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নীল-সাদা রং বসতবাড়িতে লাগালেই সম্পত্তি কর মকুব হবে, এই মর্মে কয়েকমাস আগে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে বিস্তর সমালোচনা শুরু হয়। কলকাতা পুরসভা 'ধীরে চল' নীতি নিলেও একবারও সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বলেনি। শেষ পর্যন্ত পুরভোট যখন দরজায় কড়া নাড়ছে, তখনই এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করল তারা।

ককক

আগামী ১৮ এপ্রিল কলকাতা পুরসভার ভোট হবে বলে খবর। তাই ভোটের মুখে সম্পত্তি কর মকুবের শর্তসাপেক্ষ সিদ্ধান্ত নিয়ে ভোটারদের একাংশের মন জিতে নিল তৃণমূল। ক্ষুব্ধ কংগ্রেস নেতা প্রকাশ উপাধ্যায় বলেন, "আমি এর বিরুদ্ধে আদালতে যাব। পুরসভায় ফের ক্ষমতায় ফিরতে তৃণমূল মানুষকে ঘুষ দিচ্ছে।" নিন্দায় সরব হয়েছে সিপিএম ও বিজেপিও।

মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, "শহরের একটা নির্দিষ্ট রং থাকলে তার স্বাতন্ত্র্য তৈরি হয়। যেমন জয়পুরকে সবাই গোলাপি শহর হিসাবে চেনে। আমরা এই সিদ্ধান্ত কার্যকর করবই। পিছু হটার কোনও প্রশ্ন নেই।"

তবে বাণিজ্যিক ভবন নয়, একমাত্র বসতবাড়ির ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে।

English summary
Turn your house blue and white, get exemption in property tax
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X