For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম ছাত্র যুবদের কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার-কাণ্ড, ব্যাপক উত্তেজনা

গত কয়েকদিন আগেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় পুলিশ এবং বিজেপির একাধিক নেতাকর্মী আহত হয়। যা নিয়ে জোর রাজনৈতিক চর্চা। আর এই বিতর্কের মধ্যেই বামে ছাত্র যুবদের কলকাতা অভিযান। আর তা ঘিরে

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন আগেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় পুলিশ এবং বিজেপির একাধিক নেতাকর্মী আহত হয়। যা নিয়ে জোর রাজনৈতিক চর্চা। আর এই বিতর্কের মধ্যেই বামে ছাত্র যুবদের কলকাতা অভিযান। আর তা ঘিরেই নতুন করে উত্তেজনা।

বাম ছাত্র যুবদের কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার-কাণ্ড,

একেবারে একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন বাম কর্মীরা। আর তা আটকাতে গেলে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বাম নেতা-কর্মীরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই একেবারে ধুন্ধুমার কাণ্ড। ঘটনার পরেই কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন বাম নেতাকর্মীরা।

বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। বাম নেতৃত্বের দাবি, পুলিশের কাছে অনুমতি আগে থেকেই নেওয়া ছিল। সেই মতো মেয়র কিংবা কোনও আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ শান্তিপূর্ণ মিছিল ইচ্ছাকৃত ভাবে আটকেছে বলে অভিযোগ নেতৃত্বের।

বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, পুলিশ রক্ষক নয়, ভক্ষকের ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গের ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে বলে বাম নেত্রীর। তাঁর দাবি, এটা শুধু ট্রেলার ছিল। আগামিদিনে আন্দোলন আরও বড় হবে বলেও হুঁশিয়ারি বাম নেত্রী মীনাক্ষীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, কলকাতা পুরসভাতে দ্রুত নিয়োগ, স্কুলগুলির মান উন্নয়ন সহ আট দফা দাবিতে আজ ডিওয়াএফআই, এসএফআই সহ সমস্ত বাম যুব সংগঠনগুলি কলকাতা পুরসভা অভিযানের ডাক দেয়। সেই মতো সকাল থেকে শুরু হয় সেই প্রস্তুতি। কলেজ স্কোয়ার থেকে একেবারে শান্তিপূর্ণ ভাবেই মিছিল শুরু হয়।

কিন্তু কলকাতা পুরসভার সামনে একের পর এক পুলিশের তরফে ব্যরিকেড করে দেওয়া হয়। আর সেই মিছিল যেতেই পুরসভার অনেক আগেই তাঁদের আটকে দেওয়া হয়। একের পর এক ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করেন বাম কর্মীরা। আর তা ভেঙ্গেই বামেদের মিছিল এগোতে শুরু করে।

আর তা=নিয়ে একেবারে বাম কর্মীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেঁধে যায় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে নিউ মার্কেট থানা সংলগ্ন এলাকা। ঘটনার পরেই সেই এলাকায় বসে পড়েন বাম কর্মীরা। সেখানে বসেই স্লোগান-বিক্ষভ দেখাতে শুরু করেন। পুরো এলাকা এই মুহূর্তে ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী।

অন্যদিকে বামনেত্রী মীনাক্ষী আরও জানিয়েছেন, আগে থেকেই এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল কর্মসূচির ব্যাপারে। এরপরেই মিছিল আটকে দিল। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

বাগুইআটিতে জোড়া খুনের জের! সরানো হল বিধাননগর কমিশনারেটের কমিশনারকে বাগুইআটিতে জোড়া খুনের জের! সরানো হল বিধাননগর কমিশনারেটের কমিশনারকে

English summary
police clash with CPM leaders, as leader were going to Kolkata Municipal Corporation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X