For Quick Alerts
For Daily Alerts
রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে

মামলাকারীদের তরফে বলা হয়, শেরিফ পদটি একটি দায়িত্বশীল সরকারি পদ। এই পদে আসীন একজন ব্যক্তি কেন একটি রাজনীতিক দলের সমাবেশে যোগ দেবেন? এর ফলে নিজের পদের অবমাননা করেছেন তিনি। তাই ওই পদ থেকে তাঁকে সরে যেতে নির্দেশ দিক আদালত। কলকাতা হাই কোর্ট এই মামলাটি গ্রহণ করেছে।
আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, "শেরিফ পদটি সাংবিধানিক পদ না হলেও একটি বিধিবদ্ধ পদ। যিনি এই পদে থাকবেন, তাঁর থেকে মানুষ নিরপেক্ষতা আশা করে। সেটা উনি করেননি। তাই সঙ্গত কারণেই মামলা রুজু হয়েছে। এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়, চুনী গোস্বামী প্রমুখ কলকাতার শেরিফ ছিলেন। এঁদের নির্দিষ্ট রাজনীতিক মতবাদও ছিল। কিন্তু কেউ এ ভাবে প্রকাশ্য সভায় আসেননি। রঞ্জিত মল্লিক খুবই অন্যায্য কাজ করেছেন।"