For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়ের অবদানেই পবিত্রর সাফল্য, কলকাতার দ্বিতীয় হয়েই মায়ের কাছে আবদার ক্রিকেট ব্যাটের

মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতার দ্বিতীয় স্থান অধিকার করল পূর্বমেদিনীপুরের পবিত্র সেনাপতি। আজকের দিনে মায়ের কাছে পবিত্রের আবদার এবার তাকে একটা ক্রিটে ব্যাট কিনে দিতেই হবে।

Google Oneindia Bengali News

মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতার দ্বিতীয় স্থান অধিকার করল কলকাকার টাকি বয়েজের পবিত্র সেনাপতি। বুধবার সকালে মাধ্যমিকে এই সাফল্যের খবর পাওয়া মাত্রই মায়ের কাছে পবিত্রের আবদার এবার তাকে একটা ক্রিকেট ব্যাট কিনে দিতেই হবে। মা-ও এমন আনন্দের দিনে ফেলতে পারলেন না ছেলের কথা। মাধ্যমিকের সাফল্যে ক্রিকেট ব্যাট পেল পবিত্র।

মায়ের অবদানেই পবিত্রর সাফল্য, কলকাতার দ্বিতীয় হয়েই মায়ের কাছে আবদার ক্রিকেট ব্যাটের

পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে পবিত্র। কিন্তু পড়ার চাপে ক্রিকেট খেলতে পারেনি সেভাবে। ছিল না একটা ব্যাটও। তাই মায়ের কাছে সে আবদার করেছিল, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, তাকে একটা ব্যাট কিনে দিতে হবে। সেইমতোই মাধ্যমিকের সাফল্যে এবার তাক লাগিয়ে দিয়েছে পবিত্র।

[আরও পড়ুন: মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জিবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ][আরও পড়ুন: মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জিবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ]

এবার মাধ্যমিকে ৬৮০ নম্বর পেয়েছে পবিত্র। মেধা তালিকায় দশ নম্বর স্থানে। এতটা ভালো ফল আশা করেনি পবিত্র। তিন্তু মায়ের অদম্য ইচ্ছাতেই এই সাফল্যে পৌঁছনো সম্ভব হয়েছে। তাই এমন আনন্দের দিনে মায়ের অবদানের কথা সবার আগে স্বীকার করল পবিত্র। সেইসঙ্গে জানিয়ে দিল স্কুলের স্যারেদের সাহায্যের কথা।

মেদা তালিকায়. দশম পবিত্র কলকাতার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার স্বপ্ন আইআইটি নিয়ে পড়া। সেইমতো পড়াশোনা শুরু করে দিয়েছে সে। সায়েন্স নিয়ে ভর্তি হবে তারপর আইআইটি নিয়ে পড়তে চায় পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এই কৃতী ছাত্র।

English summary
Pabitra Senapati of Kolkata secures tenth place in Madhyamik. He takes second place in Kolkata,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X