For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে শহরকে সুরক্ষিত রাখতে বিশেষ তৎপরতা কলকাতা পুলিশের

প্রজাতন্ত্র দিবসে শহরকে সুরক্ষিত রাখতে বিশেষ তৎপরতা কলকাতা পুলিশের

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসে তিলোত্তমার নিরাপত্তায় এবার বিশেষ ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশকে। গোটা শহরকেই মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে। পাশাপাশি শহর ও শহরতলিতে কোনও অপ্রীতিকর ঘটনা রোধে হাওড়া ও বিধাননগর পুলিশও এই প্রয়াসে যোগ দিয়েছে বলে জানা যাচ্ছে।

তদারকির দায়িত্বে উচ্চপদস্থ আধিকারিকেরা

তদারকির দায়িত্বে উচ্চপদস্থ আধিকারিকেরা

ইতিমধ্যেই কলকাতা পুলিশ জানিয়েছে যে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় শহরের প্রতিটি কোনা সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হবে। এই জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিনভর পুরো শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তদারকি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রেড রোডের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা

রেড রোডের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা

উচ্চপদস্থ পুলিশি কর্মকর্তাদের মতে, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময়ও বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হবে। আধুনিক অস্ত্রশস্ত্র সহ ছয় জন প্রহরীর গোটা এলাকার নজরদারির দায়িত্বে থাকবেন। পাশাপাশি স্নাইপার রাইফেল সহ পুলিশও পুরো অঞ্চল নিজেদের নজরে রাখবেন।

থাকছে তিন হাজার পুলিশ

থাকছে তিন হাজার পুলিশ

রেড রোড এবং সংলগ্ন অন্যান্য রাস্তাগুলির আশেপাশে একাধিক বাঙ্কারও ইতিমধ্যে বসানো হয়েছে। পাশাপাশি আপদকালীন পরিস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা সামাল দেওয়ার জন্য তিনটি তিনটি কুইক রেসপন্স টিমও থাকছে বলে জানা যাচ্ছে। একইসাথে ওই দিন প্যারেড দেখতে আসা দর্শকদের জন্য সেখানে ১০ টি পুলিশ সহায়তা বুথও থাকবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গোটা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে প্রায় তিন হাজার পুলিশ।

প্রয়াত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী প্রয়াত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী

English summary
On the Republic Day, Kolkata police have special arrangements for security of Kolkata,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X