For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্র সংসদের ভোটের মাঝেই সেমিস্টার, নতুন বিতর্ক প্রেসিডেন্সিতে

ছাত্র সংসদের ভোটের মাঝেই সেমিস্টার, নতুন বিতর্ক প্রেসিডেন্সিতে

  • |
Google Oneindia Bengali News

ছাত্র সংগঠনগুলির সঙ্গে কোনও রকম আগাম আলোচনা ছাড়াই আগামী ১৪ই নভেম্বর ছাত্র কাউন্সিল নির্বাচনের দিন ঘোষণা করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের এই 'এক-পাক্ষিক’ সিদ্ধান্তে ইতিমধ্যেই চরম ক্ষোভের সঞ্চার হয়েছে পড়ুয়াদের মধ্যে।

ছাত্র সংসদের ভোটের মাঝেই সেমিস্টার, নতুন বিতর্ক প্রেসিডেন্সিতে


কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ইতিমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে একাধিক ছাত্র সংগঠন। ছাত্র প্রতিনিধিদের মধ্যে অনেকেই এই নির্দেশের বিরুদ্ধে আঙুল তুলে বলেছেন, নভেম্বর মাঝামাঝি সময় ক্যাম্পাসে নির্বাচনের দিন একাধিক বিভাগে মিড-সেমিস্টারের পরীক্ষা চলবে। তার ফলে অনেক ছাত্রছাত্রীই ভোটগ্রহন প্রক্রিয়া থেকে বঞ্চিত হবে। সূত্রের খবর, পাশাপাশি ওই সময় বায়োলজিক্যাল সায়েন্সের দু’টি বর্ষের প্রায় জনা ২০০ ছাত্রছাত্রীর একটি শিক্ষামূলক ভ্রমণে যাবার কথাও রয়েছে।

২০১৭ সালে পুরনো ইউনিয়ন মডেল বাতিল করে নতুন কাউন্সিল মডেলের প্রবর্তন করে তৃণমূল সরকার। কিন্তু ওই কাউন্সিল মডেলের গঠন-তান্ত্রিক কাঠামোকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে গত দুবছরে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয় একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিকাশ-ভবন থেকে শুরু করে রাজভবন অভিযানের ডাক দেয় যাদবপুর প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা। তারপর থেকেই রাজ্য জুড়ে দীর্ঘদিন বন্ধ ছিল ছাত্র-ভোট।

এদিকে গত সপ্তাহে হঠাৎ প্রায় আড়াই বছর পর রাজ্যে ছাত্র সংসদ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় বলা হয় পুরনো ইউনিয়ন মডেলের নিয়ম অনুসারেই ছাত্র ভোট হবে যাদবপুর, প্রেসিডেন্সি সহ রবীন্দ্র-ভারতী ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে।

তারপরই ২১শে অক্টোবর প্রেসিডেন্সির ডিন অফ স্টুডেন্টস অরুণ মাইতির জারি করা ছাত্র-ভোটের নির্ঘণ্ট নিয়ে বিতর্ক চরমে ওঠে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলে ইতিমধ্যেই এই নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিয়ে আশঙ্কা প্রকাশ করতে দেখা গেছে ছাত্র সংগঠন আইসিকে। সূত্রের খবর, এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ নিতে ও সকল ছাত্রছাত্রীর ভোটাধিকার সুনিশ্চিত করতে মঙ্গলবার আইসির তরফে ক্যাম্পাসে একটি জিবি মিটিং ডাকারও সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ভোটের আগে নিজেদের সাংগঠনিক ভীতকে জোরদার করতেই নির্বাচন প্রক্রিয়াকে আরও কয়েক মাস পিছোতে চাইছে একাধিক ছাত্র সংগঠন, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের।

English summary
new debate arises over the students union election at presidency university
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X