
Kolkata Weather update: বৃষ্টিতে পণ্ড হবে না তো ২১ জুলাইয়ের সমাবেশ? কী বলছে হাওয়া অফিস
সকাল থেকে মেঘলা আকাশ দেখে অনেকেই ভেবেিছলেন বৃষ্টি হবে। ২১ জুলাইয়ের সভা নিেয় উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বভাসে জনানো হয়েছে কলকাতায় আজ তেমন বর্ষণের সম্ভাবনা নেই। অর্থাৎ নির্বিঘ্নেই হবে শহিদ সমবেশ। আবহাওয়া শত্রু হয়ে দাঁড়াবে না।

মেঘলা আকাশ
শহরে আজ মেগা ইভেন্ট। গত ৩ দিন ধরেই তাঁর আঁচ পাচ্ছেন শহরবাসী। ২ বছর পর ফের কলকাতায় হচ্ছে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। তাই আবহাওয়ার দিকে একটু বেশি নজর রয়েছে সকলের। শ্রাবণ মাস যেকোও সময় বর্ষণ শুরু হয়ে যেতে পারে। তাতে খোলা আকাশের নীচে জনসভা পণ্ড হতে সময় নেবে না। সকাল থেকে আকাশে মেঘ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। যদিও এর আগে বর্ষণের মাঝেই শহিদ সমাবেশে হাজির হয়েছেন অসংখ্য জনতা। তাঁরা সভায় থেকে শুেনছেন মুখ্যমন্ত্রীর বার্তা

কেমন থাকবে কলকাতার আবহাওয়া
সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দু এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও সেই বৃষ্টিপাত ১০ মিনিটের বেশি স্থায়ী হবে না। কাজেই সভা পণ্ড হওয়ার কোনও সম্ভাবনা নেই। উল্টে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তার কারম ভ্যাপসা গরমের অনুভূতি থাকবে। বৃষ্টিতে ভেজার বদলে গলদঘর্ম পরিস্থিতির মধ্যেই সভায় থাকতে হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

জেলায় হবে বর্ষণ
কলকাতা বর্ষণে না ভিজলেও েজলার একাধিক জায়গায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া দিঘা হয়ে উত্তর পশ্চিমে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। তার জেরে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২৩ এবং ২৪ জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জুলাই মাসের বৃষ্টির ঘাটতি
বেড়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৬ শতাংশ হয়ে গিয়েছে।

বর্ষণের ঘাটতি
রাজ্যে বর্ষণের ঘাটতি বাড়ছে। জুন মাসের পর জুলাই মাসেও বর্ষার ঘাটতি দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। ৪০ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়ে গিয়েছে বর্ষণের ঘাটতি। তার জেরে চাষের কাজে ক্ষতি হচ্ছে। ধান রোপন করতে পারছেন না চাষীরা।