For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল! ছটপুজোর জন্য ভাঙা হল রবীন্দ্র সরোবরের গেটে তালা

নিরাপত্তা আর নির্দেশিকাকে বুড়ো আঙুল। এদিন সকালে ছট পুজোর পুন্যার্থীদের একাংশ রবীন্দ্র সরোবরে দুটি গেটের তালা ভেঙে দেয়।

  • |
Google Oneindia Bengali News

নিরাপত্তা আর নির্দেশিকাকে বুড়ো আঙুল। এদিন সকালে ছট পুজোর পুন্যার্থীদের একাংশ রবীন্দ্র সরোবরে দুটি গেটের তালা ভেঙে দেয় বলে অভিযোগ। ইট ও পাথর দিয়ে দুটি গেটের তালা ভাঙা হয়। ঘটনার প্রায় ৪৫ মিনিট পরে ঘটনাস্থলে পুলিশ যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ যাওয়ার পরেই সেখানকার একটি গেটে তালা দেওয়া হয়।

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ

ছটপুজোর জেরে রবীন্দ্র সরোবরের জলে দূষণ ছড়ানোর অভিযোগ করেছিল একটি পরিবেশ প্রেমী সংগঠন। এর জেরে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল পুরসভা এবং কেএমডিএকে নির্দেশ দেয় সেখানে ছটপুজোর যাবতীয় সূচি বন্ধ রাখার জন্য।

গেট বন্ধ করার নোটিশ দেয় কেএমডিএ

গেট বন্ধ করার নোটিশ দেয় কেএমডিএ

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশের জেরে, রবীন্দ্র সরোবরে গেট বন্ধ রাখার কথা জানায় কেএমডিএ। শনিবার রাত ১২ টা থেকে রবিবার দুপুর বারোটা পর্যন্ত রবীন্দ্র সরোবরের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়। কেএমসির তরফে বিকল্প ঘাটের তালিকাও রবীন্দ্র সরোবরে টানিয়ে দেওয়া হয়।

সকালে ভাঙা হয় তালা

সকালে ভাঙা হয় তালা

এদিন সকালে ইট ও পাথর দিয়ে প্রথমে রবীন্দ্র সরোবরের একটি গেটের তালা ভাঙা হয়। এরপর যারা তালা ভাঙে তারা পৌঁছে যায় লেকগার্ডেন্স স্টেশনের কাছে তিন নম্বর গেটে। সেখানকার তালা ভাঙা হয়। এমন কী পাশে থাকা মাদার ডেয়ারির গেটেরও তালা ভাঙা হয়। স্থানীয়দের অভিযোগ পূণ্যার্থীদের একাংশ এদিন সকালে তালা ভাঙে। তারা স্লোগানও দেয় বলে অভিযোগ। পাশাপাশি কেএমসির দেওয়ার তালিকার ফ্লেক্স তারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

পুলিশি পাহারা না থাকার অভিযোগ

পুলিশি পাহারা না থাকার অভিযোগ

পরিবেশ প্রেমিদের অভিযোগ এদিন সকালে রবীন্দ্র সরোবরের গেটে সেরকম কোন পাহারা ছিল না। যা ছিল বেসরকারি সংস্থার। ছিল না পুলিশের কোনও ভ্যান। তালা ভাঙার প্রায় ৪৫ মিনিট পরে এলাকায় দেখা যায় পুলিশের একটি ভ্যানকে। পুলিশকর্মী গিয়ে একটি গেটে তালা দেন।

English summary
Chat puja devoties breaks the lock of Rabindra Sarobar of South Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X