For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্যর্থতা ঢাকতেই জিনপিং ভারতকে আক্রমণ করছেন', বার্তা খোদ চিনা বিশেষজ্ঞের

'ব্যর্থতা ঢাকতেই জিনপিং ভারতকে আক্রমণ করছেন', বার্তা খোদ চিনা বিশেষজ্ঞের

Google Oneindia Bengali News

কেন করোনার মতো প্রবল মাহামারীর সময় যুদ্ধের মেজাজে চিন? এই প্রশ্ন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সীমানায় বারবার ঘুরপাক খাচ্ছে। এদিকে, চৈনিক বংশোদ্ভূত আমেরিকান ব্লগার গর্ডন চ্যাং এদিকে গোটা পরিস্থিতি নিয়ে বক্তব্য পেশ করেছেন।

'ব্যর্থতা ঢাকতেই জিনপিং ভারতকে আক্রমণ করছেন

'ব্যর্থতা ঢাকতেই জিনপিং ভারতকে আক্রমণ করছেন

চিনের বিশেষজ্ঞ গর্ডন চ্যাং দাবি করেছেন, চিনা প্রেসিডেন্ট জি জিনপিং নিজের ব্যর্থতা ঢাকতে ভারতের ওপর হামলা চালাচ্ছেন । ভারতকে নিশানা করে চিন জুড়ে যে ক্ষোভ জিনপিং এর বিরুদ্ধে তৈরি হয়েছে,তা প্রশমিত করার চেষ্টা করছেন জিনপিং।

মরিয়া আগ্রাসনে জিনপিং

মরিয়া আগ্রাসনে জিনপিং

চিনের এই বিশেষজ্ঞের দাবি, শুধু নিজের দেশেই নয়, জিনপিং গোটা বিশ্বের কাছে কোণঠাসা। এমন পরিস্থিতিতে নিজেকে শক্তির মসনদে টিকিয়ে রাখতে, ভারতের ওপর বলপূর্বক হামলার চেষ্টায় রয়েছে জিনপিং। নিজের মরিয়া আগ্রাসন দিয়ে গদি বাঁচাতে ব্যস্ত চিনের রাষ্ট্রনায়ক। এমনই বক্তব্য চিনের খ্যাতনামা ব্লগারের।

মোক্ষম জবাব ভারতের

মোক্ষম জবাব ভারতের

এদিকে এদিন, নাম না করে চিনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন,'ভারতের দিকে চোখ তুলে যারা তাকিয়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারত বন্ধুত্ব রক্ষা করতে জানে ভারত আবার চোখে চোখ রাখলে জবাব দেওয়াও জানে।'

' ভারতের দিকে চোখ তুললে জবাব দিতে জান ভারত '

' ভারতের দিকে চোখ তুললে জবাব দিতে জান ভারত '

এদিন মন কি বাত অনুষ্ঠানে সাফ বার্তায় নরেন্দ্র মোদী জানান ভারতের দিকে কেউ চোখ তুললে তার জবাব দিতে জানে ভারত।তিনি বলেন ' , গোটা বিশ্বে শান্তি স্থাপনে ভারত কতটা উদ্যোগী তা দেখেছে আন্তর্জাতিকমহল। আবার বিশ্ব এটাও জানে যে ভারতের সীমান্তে র দিকে তাকালে কী পরিস্থিতি হতে পারে। এদিন তিনি লাদাখে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পাশপাাশি তিনি বলেন, 'প্রতিবেশীদের আচরণ আমরা দেখেছি। তা প্রতিরোধও করেছি।''

 চিনের সংস্থার ৭ কোটি টাকা আর্থিক অনুদান ভারতের কোভিড লড়াইয়ে! সংঘাতের আবহে নয়া চাঞ্চল্য চিনের সংস্থার ৭ কোটি টাকা আর্থিক অনুদান ভারতের কোভিড লড়াইয়ে! সংঘাতের আবহে নয়া চাঞ্চল্য

English summary
Why China is targetting India , answers Chinese American blogger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X