For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব রুখতে বিমানে মাস্ক জরুরি, পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব রুখতে বিমানে মাস্ক জরুরি, পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনার কোনও নতুন রূপ সক্রিয় না থাকলেও করোনার নতুন ভ্যারিয়েন্ট বা বৈকল্পিক বিস্তার লাভ করছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাই নতুন করোনার রূপ বিস্তার রুখতে দীর্ঘ ফ্লাইটে মাস্ক পরার সুপারিশ করেছে।

করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব রুখতে বিমানে মাস্ক জরুরি, পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত বিস্তার লাভ করছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। তা মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র-সহ যে সমস্ত দেশে এই সমস্যা তীব্রতর রূপ নিচ্ছে, সেখানকার যাত্রীদের দূরপাল্লার ফ্লাইটে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের এক্সবিবি.১.৫ সাব ভ্যারিয়েন্ট ছোটো হলেও ক্রমবর্ধমান বলে শনাক্ত হয়েছে। ফলে ইউরোপেও ক্ষেত্রেও বিধি মেনে চলা জরুরি। হু-এর কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, এটি যে কোনও জায়গা থেকে আগত যাত্রীদের মেনে চলা উচিত। তাহলে তাঁর দেশ সুরক্ষিত থাকবে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে না।

ওমিক্রন এক্সবিবি.১.৫ সাব ভ্যারিয়েন্ট সবথেকে সংক্রমণযোগ্য বলে শনাক্ত করা হয়েছে। ৭ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ২৭.৬ শতাংশ সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী। ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে সংক্রমণের নিজস্ব তরঙ্গ সৃষ্টি করতে সক্ষম।

বর্তমানে ভ্যাকসিনগুলি গুরুতর লক্ষণযুক্ত করোনা রোগী, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিরুদ্ধে রক্ষা করে চলছে বলে জানান বিশেষজ্ঞরা। যদি দেশগুলিতে নেওয়া নানা পদক্ষেপ বিবেচনা করা হয়, তবে এ কথা বলা দরকার যে, আমাদের মতামত হল ভ্রমণ বিধিগুলি মানতে কোনও বৈযম্য রাখা ঠিক নয়।

তিনি বলেন, এর অর্থ এই নয় যে, এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত যাত্রীদের জন্য পরীক্ষার সুপারিশ করেছে। করোনার প্রাদুর্ভাব রুখতে যেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তার মধ্যে রয়েছে জিনোমিক নজরদারি, অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের টার্গেট করা যতক্ষণ এটি অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা থেকে সংস্থানগুলিকে দূরে সরিয়ে না দেয়।

ওমিক্রন এক্সবিবি.১.৫ সাব ভ্যারিয়েন্ট হল আরেকটি বংশধর যা এই মুহূর্তে সবথেকে সংক্রামক বিশ্বব্যাপী প্রভাবশালী ভাইরাসের রূপ। এই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের আর একটি রূপ অক্টোবরে প্রথম শনাক্ত করা হয়েছিল। তা অন্য দুটি ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের পুনর্মিলন বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

ওমিক্রন এক্সবিবি.১.৫ সাব ভ্যারিয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এর বাইরেও নতুন করে কেসকে বাড়িয়ে তুলেছিল। একই সময়ে চিনে কোভিড মামলার ঊর্ধ্বগতির জন্যও দায়ী ছিল করোনার এই রূপ। চিন শূন্য কোভিড নীতি থেকে সরে যাওয়ার পরই মারাত্মক সংক্রমণের মুখে পড়ে।

English summary
WHO gives advises to avoid new Corona variant infection to use mask on long flights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X