For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঙ্কিপক্সকে গ্লোবাল এনার্জেন্সি ঘোষণা হল! কী বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন রোগের উপদ্রব শুরু। গত কয়েকদিন ধরে মাঙ্কিপক্সের প্রকোপ বাড়ছিল। এবার সেই রোগকেই গ্লোবাল হেল্থ এমার্জেন্সি ঘোষণা করা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন রোগের উপদ্রব শুরু। গত কয়েকদিন ধরে মাঙ্কিপক্সের প্রকোপ বাড়ছিল। এবার সেই রোগকেই গ্লোবাল হেল্থ এমার্জেন্সি ঘোষণা করা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

কী বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শনিবার হু কর্তা টেড্রস আধানম ঘেব্রেসাস ওই রোগকে এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এরপরেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বিশ্বে। করোনা নিয়ে এখনও আতঙ্ক যায়নি। যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে। আর এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ঘোষণায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি এই পরিস্থিতি সামাল দিতে বিশ্বের সব দেশকে এগিয়ে আসতে হবে। ভ্যাকসিন দেওয়া, চিকিৎসা করার মতো বিষয়ে গুরুত্ব দিতে হবে। এই বিষয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবারই বৈঠকে বসেছিল একটি বিশেষজ্ঞদের কমিটি। শনিবার সাংবাদিক বৈঠকে টেড্রস আধানম জানান, বিশেষজ্ঞদের ওই কমিটির মধ্যে ৬ জন ছিলেন এমার্জেন্সি ঘোষণার পক্ষে ও ৯ জন ছিলেন ঘোষণার বিপক্ষে।

এর আগে বিশেষজ্ঞ কমিটির পক্ষে থেকেই এমার্জেন্সি ঘোষণা করেননি হু প্রধান। কিন্তু আক্রান্তের সংখ্য়া যে ভাবে বাড়ছে, তাতে আর ঘোষণা স্থগিত রাখলেন না তিনি। একদিকে যেমন এই রোগের ভ্যাকসিনের অভাব রয়েছে, অন্যদিকে চিকিৎসা পরিকাঠামোও ঠিক নেই। তাই কোনও ঝঁকি নিতে রাজি নন তিনি। এক অধ্যাপক হু-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এখন এই ঘোষণা না করা হলে, তা বড় ভুল করা হত। চলতি বছরে এখনও পর্যন্ত ৭৫ টি দেশের মোট ১৬ হাজার মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আফ্রিকায় এই রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের। রোগীর সংস্পর্শে এলে ছড়ায় এই রোগ। অনেকটা জ্বরের মতো উপসর্গ দেখা যায়।

২০২০ সালের শেষের শুরুর দিকে করোনা নিয়ে এই স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এরপরই গোটা বিশ্বে মারণরোগের বিপর্যয় নেমে এসেছিল। কার্যত থমকে গিয়েছিল গোটা বিশ্ব। আর এবার মাঙ্কিপক্স সংক্রমণের শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিশ্বের ৮০ শতাংশ মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে ইউরোপে।

অন্যদিকে ভারতেও এখন পর্যন্ত তিনজন এই রোগে আক্রান্ত হয়েছে। কেরলাতেই তিন জনের সংক্রমনের খবর সামনে এসেছে। যা নিয়ে ভারতে একটা আতঙ্ক ছড়িয়ছে। ইতিমধ্যে মাঙ্কিপক্সকে ঠেকাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। বিশেষ করে বিদেশ থেকে যারা আসছেন তাঁদের উপর বিশেষ নজরদারি চালানো'র কথা বলা হয়েছে।

English summary
WHO announces emergency worldwide for monkeypox
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X