For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিয়েভ জয়ে ব্যর্থ তাই কমান্ডার বদল করলেন ভ্লাদিমির পুতিন

কিয়েভ জয়ে ব্যর্থ তাই কমান্ডার বদল করলেন ভ্লাদিমির পুতিন

  • |
Google Oneindia Bengali News

ইউক্রেন আক্রমণে হাত পুড়েছে রাশিয়ার। টানা দেড় মাসের বেশি সময় ধরে ইউক্রেনে অভিযান চালালেও অভীষ্ট লক্ষ্যপূরণ হয়নি রুশ বাহিনীর। যুদ্ধ বিশারদদের মতে, ইউক্রেনের একাধিক শহর দখল করে ফেললেও এতদিন ধরে অভিযান সম্পূর্ণ করতে না পারা মস্কোর কাছে ব্যর্থতাই বটে। এমতাবস্থায় ইউক্রেন যুদ্ধের নেতৃত্ব দিতে নয়া সেনা সর্বাধিনায়ক নিয়োগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনার দক্ষিণাংশের কম্যান্ডার আলেকজান্ডার ডভোর্নিকভ এই গুরুদায়িত্ব দেওয়া হল৷

কিয়েভ জয়ে ব্যর্থ তাই কমান্ডার বদল করলেন ভ্লাদিমির পুতিন

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। সেই মুহূর্তে বিশেষজ্ঞরা ভেবেছিলেন, পরমাণু শক্তিধর রাশিয়ার সামনে খুব বড়জোর এক সপ্তাহ কিংবা দশদিন টিকবে ইউক্রেন। তবে বাস্তব অন্য চিত্র তুলে ধরছে। দেখা যাচ্ছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শুরুতেও সম্পূর্ণ হয়নি রুশ অভিযান। ইউক্রেন আক্রমণ করে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়াও৷ সম্প্রতিই মস্কো স্বীকার করে নিয়েছিল এই ক্ষয়ক্ষতির কথা। কাজেই এবার নিজেদের সেনাবাহিনীর অধিনায়ক বদল করল তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৯ মে তারিখের আগে পুতিনকে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত শুভ সংবাদ শোনাতে চান আলেকজান্ডার। ওই দিনটিকে রুশ ইতিহাসের অন্যতম গৌরবময় দিন বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ৯ মে তারিখেই জার্মানি জয় করেছিল রাশিয়া। তবে এত তাড়াতাড়ি শুভ সংবাদ শোনাতে গিয়ে ভুল করার সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, রাশিয়ান সেনা তাড়াহুড়ো করতে গিয়ে আরও ভুল সিদ্ধান্ত নিতে পারে৷

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে আবার খবর পাওয়া যাচ্ছে, এর আগেই উত্তর ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল রাশিয়া৷শনিবার ইউক্রেনের আকাশে মোট ১৩টি রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করে ফেলেছে তারা।

English summary
Ukraine-russia war, failed to win kiev, so Vladimir Putin replaced the commander
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X