For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম বার্ষিক ইউকে-ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভ, বিস্তারিত জানুন

বুধবার থেকে বাকিংহামশায়ারের ডে ভেরে লাতিমের এস্টেট-এ, শুরু হচ্ছে পঞ্চম বার্ষিক ইউকে-ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভ।

  • |
Google Oneindia Bengali News

বুধবার থেকে বাকিংহামশায়ারের ডে ভেরে লাতিমের এস্টেট-এ, শুরু হচ্ছে পঞ্চম বার্ষিক ইউকে-ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভ। চলবে আগামীকাল পর্যন্ত। যুক্তরাজ্য-ভারতের কৌশলগত সম্পর্কের বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে এই সম্মেলনকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

পঞ্চম বার্ষিক ইউকে-ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভ

সম্মেলনের মূল ফোকাস থাকছে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানো এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্রমবর্ধমান চাহিদা-র উপর। এছাড়া বিভিন্ন বিষয়ের উপর প্রগতিশীল আলোচনা ও সভা হওযার কথা। যার মাধ্যমে অমূল্য অনানুষ্ঠানিক সম্পর্কের জাল বোনার সুযোগ থাকছে।

ইউকে-ভারত বানিজ্য ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ইন্ডিয়া ইনপর্পোরেশন-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ মনোজ লাডওয়া-র। তিনিই এই বছরের সম্মেলন মূল সুরটি বেঁধে দেবেন বলে মনে করা হচ্ছে। তার আগে উদ্বোধনী ভাষণ দেবেন ইউকে'র ভারপ্রাপ্ত হাইকমিশনার ওয়াই কে সিনহা।

তারপর ইউনাইটেড কিংডমের লিবারাল ডেমোক্র্যাটদের নেতা এবং ব্রেক্সিট বিরোধী কণ্ঠের মুখ ভিনসেন্ট কেবল ব্রিটেন এবং ভারতের মধ্যে বৃহত্তর সহযোগিতার সুযোগ নিয়ে তাঁর মত ব্যক্ত করবেন। এছাড়া বিশ্বব্যাপী দুর্নীতি রোধে সরকার ও ব্যবসার ভূমিকা বিষয়ে একটি বিতর্ক সভায় অংশ নেবেন কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের লর্ড মার্ল্যান্ড এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী সুহেল শেঠ।
নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান অর্থনীতিবিদ ডঃ রাজীব কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের গত চার বছরের নীতি ও প্রয়োগে ​​ভারত কীভাবে পাল্টে যাচ্ছে তা তুলে ধরবেন।

English summary
The 5th Annual UK-India Leadership Conclave will start today at De Vere Latimer Estate, Buckinghamshire.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X