For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাজার সংখ্যায় পোর্শে, বেন্টলি ও অন্যান্য বিলাসবহুল গাড়ি সহ মাঝ আটলান্তিকে জ্বলছে জাহাজ

হাজার সংখ্যায় পোর্সে, বেল্টলি ও অন্যান্য বিলাসবহুল গাড়ি সহ মাঝ আটলান্তিকে জ্বলছে জাহাজ

  • |
Google Oneindia Bengali News

যে সব দামী গাড়ি নিজের গ্যারেজে দেখার স্বপ্ন দেখেন লাখো মানুষ সেই গাড়িই যদি মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলে? দৃশ্যটা নিশ্চয় কাম্য হবে মা অনেকের কাছে৷ কিন্তু গত বুধবার থেকে এমনই দৃশ্য দেখা যাচ্ছে উত্তর আটলান্টিকের মাঝ সমুদ্রে৷ ১১০০টি বিলাশবহুল পোর্শে সহ জ্বলছে একটি জাহাজ। তবে শুধু পোর্শে নয় সঙ্গে বেন্টলি সহ আরও বেশকিছু লাক্সারি গাড়ি জ্বলছে ওই জাহাজটিতে৷ খবর পাওয়া গিয়েছে জাহাজটির ২২ জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

হাজার সংখ্যায় পোর্শে, বেন্টলি ও অন্যান্য বিলাসবহুল গাড়ি সহ মাঝ আটলান্তিকে জ্বলছে জাহাজ

উত্তর আটলান্টিক মহাসাগরে পর্তুগালের অ্যাজোরেসের উপকূলের ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে৷ 'ফেলিসিটি এস' জাহাজটি ১০ ফেব্রুয়ারি জার্মানির এমডেন থেকে ছেড়েছিল এবং বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ডেভিসভিলে পৌঁছানোর কথা ছিল। পর্তুগিজ দ্বীপ অঞ্চল অ্যাজোরেসের টেরসেইরা দ্বীপ থেকে প্রায় ২০০ মাইল দূরে জাহাজটির কার্গো হোল্ডে আগুন লাগে। বুধবার পর্তুগিজ বাহিনী আগুন লাগার পরপরই ক্রুদের সরিয়ে নেয়। একটি হেলিকপ্টারের সাহায্য নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে৷ উদ্ধারকৃত ক্রু সদস্যদের কাছের পর্তুগিজ দ্বীপ ফায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত, আগুনে ৬৫০ ফুট, ৬০ হাজার টন কার্গো জাহাজের ইনভেন্টরির কতটা নষ্ট হয়েছে তা স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা যায়নি। ওয়েবসাইট, 'দ্য ড্রাইভ' অনুসারে, ভক্সওয়াগেন গ্রুপ অনুমান করেছে যে ১৮৯টি বেন্টলি সহ প্রায় ৪০০০ গাড়ি জাহাজে রয়েছে।

পোর্শে কোম্পানি জানিয়েছে জাহাজে তাদের ১১০০টি গাড়ির ছিল। পোর্শে গাঠি নির্মাতা সংস্থার উত্তর আমেরিকার একজন মুখপাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতি জারি করে বলেছেন যে কোম্পানির ১১০০টি গাড়ি জাহাজে রয়েছে। কিন্তু যানবাহনগুলির ভাগ্য অজানা ছিল! পোর্শের নির্মাতারা তাদের গাড়ি নিয়ে চিন্তিত গ্রাহকদের তাদের নিজ নিজ ডিলারদের সঙ্গে যোগাযোগ করে ধৈর্য ধরতে বলেছেন।

জাহাজ কতৃপক্ষের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমাদের তাৎক্ষণিক চিন্তা ছিল ক্রু মেম্বাররা এবং স্বস্তির বিষয় যে বাণিজ্য জাহাজ, ফেলিসিটি এস-এর ২২ জন ক্রু সদস্য নিরাপদ এবং ভালো আছেন। ফেলিসিটি এস হল একটি যানবাহন বাহক যা ২০০৫ সালে চালু হয়েছিল।

English summary
Thousands of cars, including Porsche, Beltley and other luxury cars, are burning in a ship in Atlantic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X