For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গুগল ইমেজ' কীভাবে তৈরি হল? নেপথ্যের মজাদার কাহিনি জানেন কি?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইন্টারনেটে কোনও ছবি খোঁজার প্রয়োজন হলে বা তা ডাউনলোড করতে হলেই আমরা সরাসরি গুগল ইমেজ থেকে তা করে থাকি। যেকোনও ধরনের ছবিরই প্রয়োজন হোক না কেন, আপনি তা গুগলের ইমেজ পরিষেবার মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন।

নিরাপত্তার কারণে গুগল 'স্ট্রিট ভিউ' বাতিল করল কেন্দ্র সরকার

তবে জানেন কি কীভাবে শুরু হয়েছিল গুগলের এই ইমেজ পরিষেবা। এটি তৈরির পিছনে কী কারণ ছিল তা আপনার জানা আছে কি? হয়ত নয়। তবে জেনে নিন।

'গুগল ইমেজ' কীভাবে তৈরি হল? নেপথ্যের মজাদার কাহিনি জানেন কি?

২০০১ সালের ১২ জুলাই 'গুগল ইমেজ' পরিষেবা চালু হয়। তার আগে আলাদা করে গুগল ইমেজের কোনও অস্তিত্ব ছিল না। কোনও ছবি খুঁজতে গেলে গুগলের পেজে গিয়ে খুঁজতে হতো। কোনও পাতার মধ্যে ছবি থাকলে সেই পাতার লিঙ্ক ধরে খুলতে হতো। আলাদা করে ছবি আসত না।

ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা

তবে বদলটা হল হলিউড অভিনেত্রী তথা গায়িকা জেনিফার লোপেজের সৌজন্যে। বলা ভালো, জেনিফারই বাধ্য করলেন গুগলের 'ইমেজ পেজ' তৈরি করাতে।

কীভাবে? গুগলের সভাপতি এরিক শিমিড জানিয়েছেন, আসলে ২০০০ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একটি সবুজ রঙের গাউন পরে গিয়েছিলেন জেনিফার। সেই গাউন পরিহিত জেনিফারকে দেখতেই গুগলের পাতায় হুড়োহুড়ি পড়ে যায়। পেজ সার্চের সংখ্যা হুহু করে বাড়তে থাকে।

ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়

এই ঘটনাটি লক্ষ্য করেই পরে শুধুমাত্র ছবির জন্য আলাদা করে পাতা বানানোর সিদ্ধান্ত নেয় গুগল। যাতে নির্দিষ্ট করে ইন্টারনেট ব্যবহাকারীর পছন্দকে মর্যাদা দেওয়া যায়। এরপরই ২০০১ সালে এই পরিষেবা শুরু হয় ২.৫ কোটি ছবির ভান্ডার দিয়ে। ২০০৫ সালে তা ১০০ কোটিতে পৌঁছয়। এরপর ২০১০ সালে গুগল ইমেজে ছবির সংখ্যা বেড়ে হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে।

২০১১ সালে গুগল ইমেজকে আরও সমৃদ্ধ করতে পদক্ষেপ করা হয়। গুগল ইমেজের উপরে থাম্বনেল আকারে আলাদা বিভাগ করে ছবি ভাগ করে দেওয়া হয়েছে যাতে ব্যবহারকারীরা আরও সহজে নিজের পছন্দের ছবি খুঁজে নিতে পারেন।

English summary
The real story behind how 'Google Image' page was created
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X