For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ফোর্বসের বিচারে বিশ্বের প্রথম ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। এই তালিকায় প্রথম দশে কারা রয়েছেন তা দেখে নিন একনজরে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। এইবছরের তালিকায় সারা পৃথিবীতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতবছরে মোট বিলিয়নেয়ার ছিল ১৮১০ জন। এবছর তা বেড়ে হয়েছে ২০৪৩ জন। অর্থাৎ গতবছরের তুলনায় এবছর মোট বিলিয়নেয়ার বেড়েছে ২৩৩ জন।

ফোর্বসের বিচারে ভারতের সেরা ১০ বিলিয়নেয়ার কে? দেখে নিন সম্পূর্ণ তালিকা

এই ৮ জনের কাছে রয়েছে পৃথিবীর মোট সম্পদের অর্ধেক

এই নিয়ে পরপর ৪ বছর ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। সবমিলিয়ো গত ২৩ বছরে ১৮ বার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা জুটল বিল গেটসের কপালে। এই তালিকায় প্রথম দশে কারা রয়েছেন তা দেখে নিন একনজরে।

মাইকেল ব্লুমবার্গ (১০)

মাইকেল ব্লুমবার্গ (১০)

মার্কিন ব্যবসায়ী তথা নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গের মোট সম্পদের পরিমাণ ৪৭৫৮ কোটি মার্কিন ডলার। ফোর্বসের এবছরের তালিকায় তিনি দশম স্থানে রয়েছেন।

ডেভিড কোচ (৯)

ডেভিড কোচ (৯)

কোচ ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট ডেভিড কোচ এবছরের ফোর্বসের ধনীদের তালিকায় নবম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৮৩০ বিলিয়ম মার্কিন ডলার।

চার্লস কোচ (৮)

চার্লস কোচ (৮)

ডেভিড কোচের দাদা চার্স কোচ রয়েছেন এই তালিকায় অষ্টম স্থানে। তাঁরও মোট সম্পদের পরিমাণ ৪৮৩০ বিলিয়ম মার্কিন ডলার।

ল্যারি এলিসন (৭)

ল্যারি এলিসন (৭)

ওরাক্যালের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ৫২২০ কোটি মার্কিন ডলার। তিনি ফোর্বসের এই বছরের তালিকায় রয়েছেন সপ্তম স্থানে।

কার্লোস স্লিম হেলু অ্যান্ড ফ্যামিলি (৬)

কার্লোস স্লিম হেলু অ্যান্ড ফ্যামিলি (৬)

কার্লোস স্লিম একজন মেক্সিকান ধনকুবের ব্যবসায়ী। তিনি এবছরের ফোর্বসের তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৪৫০ কোটি মার্কিন ডলার।

মার্ক জুকারবার্গ (৫)

মার্ক জুকারবার্গ (৫)

জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফোর্বসের তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৬০০ কোটি মার্কিন ডলার।

আমান্সিয়ো ওর্তেগা (৪)

আমান্সিয়ো ওর্তেগা (৪)

ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমান্সিয়ো ওর্তেগা ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন অনেকবার। এবছর ফোর্বসের বিচারে তিনি বিশ্বের নিরিখে রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৩০ কোটি ডলার।

জেফ বেজোস (৩)

জেফ বেজোস (৩)

বিশ্বের অন্যতম বড় ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ও সিইও জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ৭২৮০ কোটি ডলার। তিনি ফোর্বসের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে।

ওয়ারেন বাফে (২)

ওয়ারেন বাফে (২)

মার্কিন বিজনেস ম্যাগনেট ওয়ারেন বাফে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি। এবছরের ফোর্বসের বিচারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৫৬০ কোটি ডলার।

বিল গেটস (১)

বিল গেটস (১)

মার্কিন শিল্পপতি তথা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এই নিয়ে পরপর চারবছর ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৬০০ কোটি মার্কিন ডলার।

English summary
The first 10 entries on the 2017 Forbes list of billionaires
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X