For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শপিং মলে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! চারজনের মৃত্যু, আহত বহু

ফের মার্কিনমুলুকে বন্দুকবাজের হামলা! শপিং মলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালেন এক বন্দুকবাজ। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার আমেরিকার ইন্ডিয়ানাতে একটি শপিং মলে এই ঘটনা ঘট

  • |
Google Oneindia Bengali News

ফের মার্কিনমুলুকে বন্দুকবাজের হামলা! শপিং মলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালেন এক বন্দুকবাজ। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার আমেরিকার ইন্ডিয়ানাতে একটি শপিং মলে এই ঘটনা ঘটেছে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শপিং মলে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের!

ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী পুরো মল ঘিরে ফেলে বলে জানা যাচ্ছে। ঘটনায় অভিযুক্ত ওই বন্দুকবাজের মৃত্যু হয়েছে বলেই খবর।

অন্যদিকে ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতাকে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মায়েরস জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় গ্রিন উড পার্ক মলে গুলি চালানোর এই ঘটনা ঘটেছে। তিনি প্রাথমিক ভাবে তিনজনের মৃত্যু'র খবর জানান। যদিও পরে আরও একজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। গ্রিন উডের পুলিশ ফেসবুক পোস্ট করেছে। যার মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা পুলিশ আধিকারিকরা করেছেন বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

শুধু তাই নয়, ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ প্রশাসন। শপিং মলগুলিরও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। একই সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

গত কয়েকদিন আগেই প্যারেড চলাকালীন এক আততায়ী এলোপাথাড়ি গুলি চালায়। যেখানে একাধিক নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হয় সেই রেশ কাটতে না কাটতেই ফের বন্দুকবাজের হামলা আমেরিকা। যা রীতিমত মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনের কাছে।

বিশেষ করে গত মাসখানেক আগেই ঐতিহাসিক একটি বিলে সাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কার্যত বন্দুকবাজের হামলা ঠেকাতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। সেই বিল অনুযায়ী প্রশাসনকে একাধিক ক্ষমতা দেওয়া হয়। কিন্তু এরপরেও একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেই যাচ্ছে।

তবে শুধু আমেরিকাই নয়, গত কয়েকদিন আগে একই ভাবে বন্দুকবাজের হামলা ঘটে আফ্রিকায়। গত সপ্তাহে রাতে দক্ষিণ আফ্রিকার জেহনসবার্গের সোয়েটো শহরে এই ঘটনা ঘটে। সপ্তাহান্তের রাত কাজেই সব পানশালাতেই ঠাসা ভিড় ছিল। পার্টি তখন মধ্য গগণে। হঠাৎই এক ব্যক্তি মিনি ট্যাকসি করে সেই পানশালার সামনে এসে নামেন। তারপরেই কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। আর তাতে কয়েকজনের মৃত্যু হয়। ফলে গোটা বিশ্বের কাছেই বন্দুকবাজ রীতিমত মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে।

English summary
Shooting at shopping mall in US's Indiana, 4 dead including shooter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X