For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য দৌড়: ৫ম রাউন্ডে ছিটকে গেলেন মহিলা প্রতিদ্বন্দ্বী! ঋষির সঙ্গে লড়াই লিজ ট্রাসের

চতুর্থ রাউন্ডেই ঠিক হয়ে গিয়েছিল তিনি চূড়ান্ত রাউন্ডের লড়াইয়ে থাকছেন। এদিন পঞ্চম রাউন্ডের লড়াইয়ে এক মহিলা প্রতিদ্বন্দ্বী পেনি মডান্ট ছিটকে যান। যার জেরে এখন ব্রিটেনের (United Kingdom) প্রধানমন্ত্রিত্বের (Prime Minist

  • |
Google Oneindia Bengali News

চতুর্থ রাউন্ডেই ঠিক হয়ে গিয়েছিল তিনি চূড়ান্ত রাউন্ডের লড়াইয়ে থাকছেন। এদিন পঞ্চম রাউন্ডের লড়াইয়ে এক মহিলা প্রতিদ্বন্দ্বী পেনি মডান্ট ছিটকে যান। যার জেরে এখন ব্রিটেনের (United Kingdom) প্রধানমন্ত্রিত্বের (Prime Minister) দৌড়ে ঋষি সুনকের (Rishi Sunak) সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস (Liz truss)। এদিন ঋষি সুনক পেয়েছেন ১৩৭ ভোট।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য দৌড়: পঞ্চম রাউন্ডে ছিটকে গেলেন মহিলা প্রতিদ্বন্দ্বী! ঋষি সুনকের লড়াই লিজ ট্রাস

প্রথম রাউন্ড থেকে পঞ্চম রাউন্ড পর্যন্ত যে লড়াই হল, তাতে ভোট দিয়েছেন কানজারভেটিভ পার্টির সাংসদরাই। তবে পঞ্চম রাউন্ডের লড়াই পরে এবারই আসল লড়াই হতে যাচেছ। এবার ভোট দেবেন কনজারভেটিভ পার্টির প্রায় দেড় লক্ষ সদস্য। তবে এই সংখ্যাটা ঠিক কত, তা সঠিকভা জানা যায়নি। ২০১৯-এ বরিস জনসনের প্রধানমন্ত্রী হওয়ার সময়ে এই সংখ্যাটা ছিল একলক্ষ ৬০ হাজারের মতো। তবে এবার সেই সংখ্যাটা বেড়েছে বই কমেনি।

প্রসঙ্গত বরিস জনসন ইস্তফা দেওয়ার পরে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন সাতজন। প্রথম রাউন্ড থেকে চলছে ছাঁটাই পর্ব। প্রত্যেক রাউন্ড থেকে ছাঁটাই একজন করে প্রার্থী। তবে পঞ্চম রাউন্ড শেষের পরে এবার চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হবে। কনজারভেটিভ পার্টির সদস্যদের ঠিকানায় যাবে ব্যালট পেপার। সেখানে সদস্যরা নিজেদের মতামত জানাবেন। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। যদি ঋষি সুনক সেই লড়াইয়ে জয়ী হন, তাহলে তিনিই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।

২১ জুলাইয়ের সভার আগের দিন আরও বাড়ল আক্রান্তের সংখ্যা! করোনা পজিটিভ রাজ্যের মুখ্যমন্ত্রী২১ জুলাইয়ের সভার আগের দিন আরও বাড়ল আক্রান্তের সংখ্যা! করোনা পজিটিভ রাজ্যের মুখ্যমন্ত্রী

English summary
Rishi Sunak is leading in UK's PM's race in fifth round, Liz truss his only rival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X