For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য দাঁড়িয়ে অভিবাদন ইউরোপিয়ান ইউনিয়নে

ইউরোপিয়ান ইউনিয়নে অভিন্দনের বন্যায় ভাসলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদোমির জেলেনস্কি। মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়নের জরুরি অধিবেশনে ভাষণ দেওয়ার আগে এবং পরে তাঁকে লক্ষ্য করে হাততালিতে ফেটে পড়ে অধিবেশন কক্ষ।

Google Oneindia Bengali News

ইউরোপিয়ান ইউনিয়নে অভিন্দনের বন্যায় ভাসলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদোমির জেলেনস্কি। মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়নের জরুরি অধিবেশনে ভাষণ দেওয়ার আগে এবং পরে তাঁকে লক্ষ্য করে হাততালিতে ফেটে পড়ে অধিবেশন কক্ষ। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা প্রায় এক মিনিট দাঁড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে অভিবাদন করেন।

জেলেনস্কির জন্য দাঁড়িয়ে অভিবাদন ইউরোপিয়ান ইউনিয়নে

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মুখ ফিড জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। তারপরই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা দাঁড়িয়ে অভিবাদন জানান জেলেনস্কিকে। সংসদ চত্বর বীরত্বের পুরস্কার পান তিনি।

ইউক্রেনের পতাকা, নীল-হলুদ স্কার্ফ এবং ফিতা-সহ সদস্যরা হাজির ছিলেন। তাঁদের পরণে ছিল #স্ট্যান্ডউইথইউক্রেন টি-শার্ট। কেউ কেউ চোখের জলে, কেউ কেউ হাততালি দিয়ে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। তাঁরা সবাই উল্লাসে ফেটে পড়েন। জেলেনস্কিকে বর্ণনা করা হয়, যিনি তার নাগরিক এবং সেনাবাহিনীর সাথে অবিচলভাবে দাঁড়িয়ে আছেন এবং তার দেশ রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন একটি বিশাল রুশ আক্রমণের বিরুদ্ধে।

জেলেনস্কি ইউরোপিয়ান ইউনিয়নের এদিন এক জ্বালাময়ী ভাষণে ইউক্রেনীয় ভাষায় বলেন, "আমরা ইউরোপের সমান সদস্য হওয়ার জন্য লড়াই করছি।" তিনি বলেন, "প্রমাণ করুন যে, আপনি আমাদের সঙ্গে আছেন। প্রমাণ করুন যে, আপনি আমাদের যেতে দেবেন না। প্রমাণ করুন যে, আপনি সত্যিই ইউরোপীয় এবং তাহলে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আপনি জয়ী হবেন। অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় হবে।" তিনি বলেন, "ইইউ আমাদের থেকে অনেক শক্তিশালী হবে।"

ইউক্রেনের রাষ্ট্রপতি সংসদে তাঁর বক্তব্য শেষ করার আগে তাঁর মুষ্টিবদ্ধ গাত উত্তোলন করে প্রকাশ করেছিলেন একতা, শক্তি এবং প্রতিরোধের বার্তা। রুশ আক্রমণে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, গোলাগুলি, ক্ষেপণাস্ত্র বর্ষণের পরও আমেরিকার কাছ থেকে নিরাপদ পথের প্রস্তাব সত্ত্বেও জেলেনস্কি কিয়েভে থেকে গেছেন। সাহসের সঙ্গে লড়াই করছেন ইউক্রেনের জনগণের পাশে রয়েছেন তিনি।

ইউক্রেনে আক্রমণের একদিন পর তিনি অবরুদ্ধ রাজধানী কিয়েভের রাস্তা থেকে একটি প্রতিবাদী ভিডিও পোস্ট করেছিলেন। তিনি ক্যাপশনে লিখেছিলেন- "আমরা সবাই এখানে আছি।" ফেসবুকে পোস্ট করা ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে: "আমরা এখানে আছি। আমরা কিয়েভে আছি। আমরা ইউক্রেনকে রক্ষা করার লড়াই লড়ছি।।"

রাষ্ট্রপতি ইউক্রেনের জন্য ইইউ সদস্য হওয়ার জন্য একটি আবেদনে স্বাক্ষর করেছেন। আটটি ইউরোপীয় দেশের রাষ্ট্রপতি সোমবার একটি খোলা চিঠিতে ইউক্রেনকে অবিলম্বে ইইউ প্রার্থীর মর্যাদা দেওয়ার এবং আনুষ্ঠানিক সদস্যপদ আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। একটি খসড়া পাঠ্য অনুসারে ইইউ সংসদ সদস্যরা আজ পরে ভোট দেবেন। রাশিয়াকে একটি 'দুর্বৃত্ত রাষ্ট্র' হিসাবে চিহ্নিত করবেন এবং জেলেনস্কিকে বর্ণনা করেন 'বীরত্বের প্রতীক' হিসেবে।

English summary
President of Ukraine Zelensky gets standing greetings in the European Union.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X