For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেশোয়ারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে ৮৩, কড়া নিরাপত্তা পাকিস্তানজুড়ে

পাকিস্তানের মসজিদে প্রবল বিস্ফোরণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার দুপুরের নমাজের সময় পুলিশ লাইন এলাকার ওই মসজিদে প্রবল এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। এমনটাই পেশোয়ারের এক হাসপাতালের তরফে জানানো হয়েছে।

এই ঘটনায় ৫৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মৃতদের মধ্যে ২৭ জন পুলিশ কর্মী রয়েছে

মৃতদের মধ্যে ২৭ জন পুলিশ কর্মী রয়েছে

তবে এই ঘটনার পরেই পাকিস্তানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিভিন্ন মসজিদগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকাতেও পাকিস্তান সরকারের তরফে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই সময়ে সেখানে অন্তত ৪০০ জন উপস্থিত ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে মৃতদের মধ্যে ২৭ জন পুলিশ কর্মী রয়েছে বলেও জানা যাচ্ছে। অর্থনৈতিক ভাবে প্রবল চাপের মুখে রয়েছে পাকিস্তান। আর এর মধ্যেই এই ঘটনা। যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

 পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে

পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে

অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার ওই মসজিদে বহু মানুষ জোড়ো হয়ে থাকেন। সেই মতো মানুষের ভিড় ছিল। আর এর মধ্যেই ওই এলাকাকে জঙ্গিরা বেছে নেয় বলে মনে করা হচ্ছে। তবে ওই মসজদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মসজিদের একেবারে ভিতরে পৌঁছতে ছিল একাধিক ব্যারিকেড। সেগুলি এড়িয়েই এগিয়ে যায় জঙ্গি। কিন্তু একটি জায়গাতেও না আটকানোতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কীভাবে ঘাতক বোমা নিয়ে একেবারে ভিতরে পৌঁছে গেল সেটাই ভাবাচ্ছে সে দেশের তদন্তকারীদের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।

কোন জঙ্গি সংগঠন এর সঙ্গে যুক্ত?

কোন জঙ্গি সংগঠন এর সঙ্গে যুক্ত?

তবে বিস্ফোরণের তীব্রতা ব্যাপক ছিল। বিস্ফোরণে জেরে মসজিদের একাংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। ঘটনার পরেই একটি ভিডিও সামনে এসেছে। যেখানে রক্তাতব অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে দেহ। উদ্ধারকাজের ছবিও ধরা পড়ে ওই ভিডিওতে। তবে এই ঘটনার পরেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পরের দিন আজ মঙ্গলবার সে দেশের একাধিক ধর্মস্থানগুলিতে মানুষের ভিড় অনেক কম। তবে এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এর সঙ্গে যুক্ত তা স্পষ্ট নয়।

নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ দেশের সুরক্ষায় কোনও দিন চ্যালেঞ্জ হবে না জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী।

English summary
Peshawar mosque attack, death toll increased to 83
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X