
১৯৭১ সালে বাংলাদেশে পাক সেনা ‘গণহত্যা’ চালিয়েছিল, মার্কিন হাউসে নয়া প্রস্তাব পেশ
শুক্রবার মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেসেন্টেটিভে পেশ করা একটি প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশে বাঙালি ও হিন্দুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতীয় বংশোদ্ভুত মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না এবং সেভ চ্যাবট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হামলা ও নিধনযজ্ঞকে গনহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি প্রস্তাব দেন।

ভারতীয় বংশোদ্ভুত মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না এবং সেভ চ্যাবট মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পেশ করেন। সেখানে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নৃশংস হত্যালীলা চালায়। সেখানে বাঙালি ও হিন্দুরে নির্মমভাবে হত্যা করা হয়। প্রস্তাহে সেই হত্যালীলাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার আবেদন করা হয়। পাশাপাশি তাঁরা দাবি করেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য বাংলাদেশের নাগরিকদের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিৎ। সেই সময় পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ১৯৭১ সালে পাকিস্তানের থেকে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
মার্কিন কংগ্রেস সদস্য তথা রিপাবলিকান সদস্য সেভ চ্যাবোট এই বিষয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, 'বছরের পর বছর ধরে চলা গণহত্যায় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সেই স্মৃতি কখনই মুছে ফেলা উচিৎ নয়। গণহত্যার এই স্বীকৃতি ইতিহাসের ভিতকে আরও মজবুত করবে। মার্কিন নাগরিকরা কখনই এই ধরনের অপরাধ ভুলে যাবো না, এই স্বীকৃতি অপরাধীদের সেই বার্তাই দেবে।'
টুইটে সেভ চ্যাবোট দাবি করেন, '১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যাকে ভুলে গেলে চলবে না। বাঙালি হিন্দুদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা হয়েছিল বাংলাদেশে। সেই গণহত্যায় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশের লক্ষাধিক মানুষ নিহত হয়েছিলেন।' তিনি দাবি করেছে, '১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, তাতে ৮০ শতাংশ হিন্দু নিহত হয়েছিলেন। তিনি বলেন, আমার মতে এই গণহত্যা অন্যান্য গণহত্যার মতো নিষ্ঠুর ও নির্মম। এছাড়াও সেই সময় বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটেছিল, যা কখনও প্রকাশ্যে আনা হয়নি। আমরা সেই বিষয়ের ওপরেই কাজ করছি।'
মার্কিন কংগ্রেসের অপর এক সদস্য রো খান্না টুইটে লেখেন, '১৯৭১ সালে বাংলাদেশে বাঙালি গণহত্যার বিষয়ে প্রথম প্রস্তাব তোলেন স্টিভ চ্যাবোট। এটি আমাদের সময়ে সব থেকে নির্মম গণহত্যা। সেই সময় লক্ষ লক্ষ বাঙালি নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগ হিন্দু ছিলেন। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।'