For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলছে শেষ মহূর্তের প্রস্তুতি! চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে এভারেস্টের নতুন উচ্চতা

চলছে শেষ মহূর্তের প্রস্তুতি! চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে এভারেস্টের নতুন উচ্চতা

  • |
Google Oneindia Bengali News

করোনা আতঙ্কের মাঝে এভারেস্ট অভিযানে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তবে তার মাঝেই বিশেষ অনুমতি নিয়ে চিনা গবেষকদল পাড়ি দেয় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। লক্ষ্য একটাই, এভারেস্টের উচ্চতার পুনরায় পরিমাপ করা। সম্প্রতি নেপালের তরফেও জানান হয়েছে যে, গত একবছর ধরে তথ্য বিশ্লেষণ করার পর অবশেষে মঙ্গলবার এভারেস্টের বর্তমান উচ্চতা বিশ্ববাসীর সামনে আনতে চলেছেন তাঁরা।

মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনের পথে নেপাল

মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনের পথে নেপাল

মঙ্গলবার মাউন্ট এভারেস্টের নবতম উচ্চতা ঘোষণাকালে নেপালের সমীক্ষকদলের তত্ত্বাবধানে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হবে বলে খবর। ইতিমধ্যেই তার তোড়তোড়ও শুরু হয়ে গিয়েছে। সার্ভে ডিপার্টমেন্ট অফ হিমালয়ান নেশন-এর সহ পরিচালনা অধিকর্তা সুশীল নরসিং রাজভাণ্ডারী জানিয়েছেন, "এই কর্মকান্ডের সাথে জড়িত সকলকেই মঙ্গলবারের অনুষ্ঠানে সম্মানিত করা হবে।"

২০১৫-এর ভূমিকম্পের পরেই কি উচ্চতা বদল?

২০১৫-এর ভূমিকম্পের পরেই কি উচ্চতা বদল?

২০১৫ সালের ভয়ানক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল সমগ্র হিমালয় পার্বত্য অঞ্চলকেই। আর তারপর থেকেই ভূমিরূপ বিশেষজ্ঞরা দাবি করে আসছিলেন এই ভূমিকম্পের জেরেই বদল আসতে পারে হিমালয়ের শৃঙ্গগুলির উচ্চতায়। এদিকে ২০১৯ সালে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের নেপাল সফর চলাকালীন চিনের সঙ্গে এই বিষয়ে চুক্তি করে নেপাল। সূত্র বলছে, চুক্তির নিয়ম মেনেই মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপন প্রক্রিয়ায় একযোগে অংশগ্রহণ করে নেপাল ও চিন।

কত হতে পারে নতুন উচ্চতা ?

কত হতে পারে নতুন উচ্চতা ?

মাউন্ট এভারেস্ট নিয়ে বিতর্কের শেষ নেই। নেপাল ও তিব্বত, দুই দেশেরই দাবি মাউন্ট এভারেস্ট তাদের সম্পদ। পরবর্তীতে ১৯৬১ সালে চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের সীমান্ত বরাবর এভারেস্টের অংশ পায়। এভারেস্টের দক্ষিণ অংশ পড়ে নেপালের ভাগে এবং উত্তরাংশের অধিকার পায় চিনের তিব্বতি স্বশাসিত অঞ্চল। তিব্বতি ভাষায় এভারেস্টের নাম হয় 'মাউন্ট চোমোলাংমা' ও নেপালি ভাগের নাম হয় 'সাগরমাথা'

নতুন করে আধিপত্য বিস্তারের কৌশল চিনের

নতুন করে আধিপত্য বিস্তারের কৌশল চিনের

এদিকে এর আগে ১৯৫৪ সাল নাগাদ ভারত সরকারের পক্ষ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হয়। সেবারের ফলাফল অনুযায়ী ৮,৮৪৮ মিটারই উচ্চতাই সর্বজনস্বীকৃত বলে বিবেচিত হয় এখনও পর্যন্ত। অন্যদিকে এভারেস্টের বেস ক্যাম্পে ৫জি বেসস্টেশন তৈরির পথে চিন। এদিকে মহাকাশ থেকে এভারেস্ট, সব ক্ষেত্রেই যে চিন আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, তা নিয়েও শোরগোল শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

কৃষক আন্দোলনে 'খালিস্তানি' যোগ?, খোদ রাজধানীতে ধৃত ISI-এর মদতপুষ্ট পাঁচ জঙ্গিকৃষক আন্দোলনে 'খালিস্তানি' যোগ?, খোদ রাজধানীতে ধৃত ISI-এর মদতপুষ্ট পাঁচ জঙ্গি

English summary
nepal is going to announce the new height of mount everest on tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X