For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদে এবার ৪জি মোবাইল নেটওয়ার্ক, কীভাবে হচ্ছে এই অসাধ্যসাধন

সবকিছু ঠিক থাকলে সম্ভবত সামনের বছরের মধ্যেই চাঁদে মোবাইল নেটওয়ার্ক বসে যাবে।

  • |
Google Oneindia Bengali News

চাঁদে মোবাইল নেটওয়ার্ক বসতে চলেছে। সবকিছু ঠিক থাকলে সম্ভবত সামনের বছরের মধ্যেই চাঁদে মোবাইল নেটওয়ার্ক বসে যাবে। উচ্চমাত্রার স্ট্রিমিংয়ের মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ করা যাবে। বেসরকারি চন্দ্র অভিযানের প্রোজেক্টে অংশ হিসাবে এই নেটওয়ার্ক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোগ ভোডাফোনের

উদ্যোগ ভোডাফোনের

ভোডাফোন জার্মানি, নোকিয়া ও গাড়ি তৈরির সংস্থা অডি এই প্রকল্পের অংশীদার। মঙ্গলবার এই তিন সংস্থা জানিয়েছে, নাসার প্রথম চন্দ্রাভিযানের ৫০ বছর উদযাপনে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

সঙ্গে রয়েছে নোকিয়া

সঙ্গে রয়েছে নোকিয়া

ভোডাফোন জানিয়েছে, প্রযুক্তির পার্টনার হিসাবে তারা নোকিয়াকে যুক্ত করেছে। একটি স্পেস-গ্রেড নেটওয়ার্ক তৈরি করা হবে যা খুব ছোট অখচ শক্তিশালী হবে।

স্পেস এক্সের সাহায্য

স্পেস এক্সের সাহায্য

২০১৯ সালে কেপ কানাভেরাল থেকে স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে প্রোজেক্টের পথ চলা শুরু হবে বলে ভোডাফোন জানিয়েছে।

 চাঁদে ৪জি নেটওয়ার্ক

চাঁদে ৪জি নেটওয়ার্ক

প্রথমে ভাবা হয়েছিল ৫জি নেটওয়ার্ক বসানো হবে চাঁদে। তবে পরে দেখা যায় এই নেটওয়ার্ক এখনও সেভাবে পরীক্ষিত নয়। ফলে আপাতত ৪জি নেটওয়ার্কই চলবে চাঁদে। চন্দ্রপৃষ্ঠ থেকেই এই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।

English summary
Moon to have 4G mobile network with high-definition streaming from the lunar landscape back to earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X