For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান সংঘাতের পর প্রথম জিংপিংয়ের মুখোমুখি হবে মোদী! কথা হবে পুতিনের সঙ্গেও

গালওয়ান সংঘাতের পর প্রথম জিংপিংয়ের মুখোমুখি হবে মোদী! কথা হবে পুতিনের সঙ্গেও

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার রাতেই উজবেকিস্তান পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! Shanghai Cooperation Organisation অর্থাৎ SCO- সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফর। আর আজ শুক্রবার একের পর এক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে গুরত্বপূর্ণ চিনের প্রেসিডেন্ট জি জিংপিং এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক। ফলে গোটা বিশ্ব ব্যাক টু ব্যাক এই দুই বৈঠকের দিকে তাকিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান আবদুল্লাহ আরিপভ সহ অন্যান্য সিনিয়র মন্ত্রীরা। সম্মেলনে স্বাগত জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্টও।

মুখোমুখি হবেন মোদী-জি

মুখোমুখি হবেন মোদী-জি

একদিকে পুতিনের সঙ্গে বৈঠক অন্যদিকে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সবদিক থেকেই এই দুই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ২০২০ সালের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। তাতে দুপক্ষের বেশ কয়েকজন সেনা-জওয়ানের মৃত্যু হয়। কার্যত এরপর থেকে চিন এবং ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকে। এই অবস্থায় সীমান্তে চিনের একের পর এক নির্মান কাজ এবং চিনের সেনার দাদাগিরি মোটেই ভালো চোখে নেয়নি ভারত। যার প্রভাব পড়ে দু'দেশের সম্পর্কে। এই অবস্থায় জিংপিংয়ের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং দীর্ঘদিন পর। ফলে এই বৈঠকে কি আলোচনা হতে পারে সেদিকেই নজর সবপক্ষের।

পুতিনের মুখোমুখি মোদী

পুতিনের মুখোমুখি মোদী

অন্যদিকে পুতিনের মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। দুদিনের সফরে ইতিমধ্যে উজবেকিস্তানে পৌঁছে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আঞ্চলিক এবং বাণিজ্যিক সহ একাধিক বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রাশিয়ার সংবাদমাধ্যমের তরফে ইতিমধ্যে জানানো হয়েছ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বের এক্লাধিক ইস্যু নিয়ে কথা হবে পুতিনের। এমনকি কথা হবে এশিয়া প্যাসিফিক রিজিওন নিয়েও। এছাড়াও এর আগে একাধিক বিষয় নিয়ে পুতিন এবং মোদীর আলোচনা হয়েছে। একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বিষয়গুলি কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।

একাধিক বিষয়ে আলোচনা

একাধিক বিষয়ে আলোচনা

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উজবেক রাষ্ট্রপতির অধীনে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিদেশমন্ত্রকের মুখমাত্র অরিন্দম বাগচী জানান, বাণিজ্য, নিরাপত্তা, যোগাযোগ সহ আন্তজাতিক একাধিক ইস্যুতে SCO সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মোদীর আলোচনা হবে। এছাড়াও আঞ্চলিক শান্তি বজায় রাখতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ

চলতি বছরের ডিসেম্বরের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করবে ভারত। ২০২৩-এ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে নেতৃত্ব দেবে ভারত। এবং সভাপতিত্ব করবে জি-২০ সম্মেলনেও। সেদিক থেকে এবারে ভারতের কাছে এই Shanghai Cooperation Organisation অর্থাৎ SCO- সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ছবি সৌ:এএনআই

কোরান ব্যাখ্যা করতে পারে না আদালত, হিজাব মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কোরান ব্যাখ্যা করতে পারে না আদালত, হিজাব মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

English summary
Modi will meet xi jinping first time after Galwan Clash, will meet Putin also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X