For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধ থেকে করোনা, মহাবিপাকে ইন্টেল হাঁটবে কর্মী ছাঁটাইয়ের পথে

Array

Google Oneindia Bengali News

ইন্টেল ইলেক্ট্রনিক্সের অন্যতম বড় সংস্থা। তাঁরা এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে। খবর মিলছে যে প্রায় ১০০০ জনকে তাঁরা ছাঁটাই করতে পারে। পার্সোনাল কম্পিউটার নেওয়ার চাহিদা কমছে। বাজারের অবস্থা এই মুহূর্তে বেশ খারাপ। তাই তাঁরা এমন সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

কর্মী ছাঁটাই

কর্মী ছাঁটাই


ছাঁটাইয়ের এই প্রক্রিয়া চালু হতে পারে এই মাসেই, এমনটাই খবর সূত্রের। ইন্টেলের বিভিন্ন বিভাগে এই কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। খবর মিলছে যে সেলস ও মার্কেটিং ডিপার্টমেন্টেও হতে পারে এই ছাঁটাই। খবর মিলছে যে এর ফলে কোপ পড়তে পারে অন্তত ২০ শতাংশ করমচারীর উপর।

 মোট কর্মীর সংখ্যা

মোট কর্মীর সংখ্যা


সূত্রের খবর অনুযায়ী সংস্থার মোট কর্মীর সংখ্যা ছিল জুলাই মাসের হিসাব অনুযায়ী ১ লক্ষন১৩ হাজার ৭০০ জন। তবে এই ছাঁটাইয়ের বিষয়ে মুখ খুলতে চায়নি সংস্থা। জুলাই মাসে দেখা যায় যে তাঁদের বিক্রি ব্যাপকভাবে কমে গিয়েছে, দ্বিতীয় ভাগেও যে তা আবার স্বাভাবিক হয়ে যাবে সেই পূর্বাভাস তাঁরা পাননি তাদের সার্ভেতে। ফলে যে লাভের অঙ্ক তা শূন্যই থাকছে।

করোনা কাল

করোনা কাল


এর কারণ হিসবে উঠে এসেছে বিশেষ তথ্য। বলা হচ্ছে যে, প্যানডেমিক এবং তার ফলে যে লকডাউন হয়েছিল তা এবার চলে গিয়েছে। ওই সময়ে ঘর বন্দি মানুষ কাজ করতে বাধ্য হচ্ছিল বাড়ি থেকে বাধ্য হয়ে অনেকে তখন পার্সোনাল কম্পিউটার কিনেছিলেন, এখন সেটা হচ্ছে না বাঁ সেটা হবার সম্ভাবনাও নেই ফলে ওই সময়ে যে লাভ করেছিল সংস্থা তা ফিরে আসার সম্ভাবনা নেই, তা বলে দিয়েছে তাঁদের সার্ভের পূর্বাভাস তাই তাঁরা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ

ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ

এও জানা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধও এর অন্যতম কারণ। চীনের সঙ্গেও একটা দূরত্ব তৈরি হয়েছে বেশ কিছু দেশের। ফলে ব্যাবসা কমেছে ইন্টেলের। কারণ ওই দুই দেশে তাঁদের কম্পিউটারের বড় মার্কেট ছিল। সেটা অনেকটা ধসে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার কোনও পথ বা আশার আলো এখন দেখা যাচ্ছে না। সব মিলিয়ে তাই সংস্থা এখন বেশ সমস্যার মধ্যে রয়েছে। লাভের মুখ তাঁরা দেখতে পাচ্ছে ন না আগামী দিনে। তাই কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

নৌসেনার মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়ল গোয়ায়, নাটকীয় কায়দায় প্রাণ রক্ষা পাইলটেরনৌসেনার মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়ল গোয়ায়, নাটকীয় কায়দায় প্রাণ রক্ষা পাইলটের

English summary
intel will start a big lay off process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X