For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচনে বিনা বাধাতেই জয়ী হতে চলেছে ভারত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচনে বিনা বাধাতেই জয়ী হতে চলেছে ভারত

  • |
Google Oneindia Bengali News

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ অর্থাৎ ১৭ই জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে ভোট হতে চলেছে। বিশেষজ্ঞদের ধারণা বড় কোনও প্রতিবন্ধকতা ছাড়াও এই ভোটে উতরে যাবে ভারত। এর আগে মোট ৭ বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেয়েছে ভারত।

কি ভাবে হয় নির্বাচন পদ্ধতি ?

কি ভাবে হয় নির্বাচন পদ্ধতি ?

প্রতি বছর ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ সভা নিরাপত্তা পরিষদের জন্য ৫টি স্থায়ী সদস্য দেশকে নির্বাচিত করে। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য হল চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি ১০টি অস্থায়ী সদস্য বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়। অন্যদিকে বর্তমানে নিরাপত্তা পরিষদে যে ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র আছে, তারা হল বেলজিয়াম, কোঁতে দ্য ভয়ে, ডোমিনিকান রিপাবলিক, গিনি, জার্মানি, ইন্দোনেশিয়া, কুয়েত, পেরু, পোল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

কোন কোন সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পায় ভরত ?

কোন কোন সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পায় ভরত ?

তবে প্রতিবারই ভারতকে ভোটাভুটি করে সদস্যপদ পেতে হয়েছে। এবার ২০২১-২২ সালের জন্য অষ্টম বারের মতো প্রার্থী হচ্ছে ভারত। ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯২ এবং ২০১১-১২ সালে জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পায় ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত এরপর আরও বেশি করে দেশের উন্নয়নকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ইতিমধ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৫টি দেশ

ইতিমধ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৫টি দেশ

একই সঙ্গে নীতি নির্ধারণের ক্ষেত্রে নারী ও যুবাদের অগ্রাধিকার, শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেবেন বলেও ভারতের তরফে প্রকাশিত ইস্তেহারে জানানো হয়। এদিকে এর আগেই এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৫টি দেশ ঐক্যবদ্ধভাবে দুই বছরের মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের আবেদনে সায় দিয়েছে।

বিনা বাধাতেই জয়লাভ করতে পারে ভারত

বিনা বাধাতেই জয়লাভ করতে পারে ভারত

এদিকে এদিন ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে এদিন সভাপতি নির্বাচনও হতে চলেছে। এর জন্য এদিনের ৭৫ তম অধিবেশন বসতে চলেছে। এমতাবস্থায় এদিকে জাতিসংঘের নির্বাচন বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতকে সমর্থন দেওয়ায় সদস্যপদ পেতে ভারতে খুব একটা বেগ পেতে হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল।

গালওয়ানে কীভাবে ভারতীয় সেনার উপর হামলা চালায় চিন? জখম ১১০ জওয়ান! পড়ুন রোমহর্ষক বিবরণ গালওয়ানে কীভাবে ভারতীয় সেনার উপর হামলা চালায় চিন? জখম ১১০ জওয়ান! পড়ুন রোমহর্ষক বিবরণ

English summary
India is set to become a member of the UN Security Council without hindrance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X