For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫শে বৈশাখে রবীন্দ্র স্মরণ বিদেশেও, ঠাকুর নামে রাস্তার নামকরণ করল এই দেশ

করোনা লকডাউনের কারণে এবার রবীন্দ্র জয়ন্তিও ভাল করে উদযাপন করতে পারেনি বাংলার মানুষ। ফেসবুক, টুইটারে কবি স্মরণ করেছেন সকলে।

Google Oneindia Bengali News

করোনা লকডাউনের কারণে এবার রবীন্দ্র জয়ন্তিও ভাল করে উদযাপন করতে পারেনি বাংলার মানুষ। ফেসবুক, টুইটারে কবি স্মরণ করেছেন সকলে। এই প্রথম বিশ্বভারতীতে কবি স্মরণ হয়নি ২৫ বৈশাখে। এরই মধ্যে ভালো খবর প্রকাশ্যে এলো। ইজরাইল কবির স্মরণে একটি রাস্তার নাম করণ করেছে।

২৫শে বৈশাখে রবীন্দ্র স্মরণ বিদেশেও

টুইটার সেই ছবি শেয়ার করেছেন ইজারায়েলে ভারতীয় দূতাবাদের এক আধিকারিক। তেল আবিবে একটি রাস্তার নাম করণ টেগোর নামে করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিনের স্মরণে এই নামকরণ বলে জানানো হয়েছে। বিদেশের মাটিতে এভাবে কবি স্মরণে স্বাভাবিক ভাবেই আপ্লুত ভারত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। রবীন্দ্রনাথকে এভাবে স্মরণ করার জন্য ধন্যবাদ জানিয়েছে নেটিজেনরা। এদিকে রাজ্যে এবার ২৫ বৈশাখে স্মরণ অনেকটাই ম্লান। যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় কবির স্মরণে গান গেয়েছেন। তাতে যোগ দিয়েছিলেন বিভিন্ন সরকারি আধিকারিক ও মন্ত্রীরা।

English summary
In Rabindranath Tagore birthday Isreal named a road on his name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X