For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডনের পর, এবার বেলজিয়ামে গাড়ি নিয়ে হামলা

ব্রাসেলসের অন্তওয়ের্পে এক ব্যক্তি আচমকা গাড়ির গতি বাড়িয়ে ঢুকে যায় একটি বাজার এলাকায়। উল্লেখ্য ওই বাজার এলাকার রাস্তাটি শুধুমাত্র পথচারীদের জন্যই বরাদ্দ করা আছে।

  • |
Google Oneindia Bengali News

ব্রাসেলস, ২৪ মার্চ : লন্ডন হামলার রেশ কাটতে না কাটতেই ফের একবার গাড়ি নিয়ে হামলার ঘটনা উঠে এলো সংবাদের শিরোনামে। ঘটনা বেলজিয়ামের ব্রাসেলসের। এই ঘটনা গতবছরে ব্রাসেলস হামলার স্মৃতিকে ফের একবার উসকে দেয়। যে আত্মঘাতী হামলায় গতবছরে মারা যান ৩২ জন।

জানা গিয়েছে, ব্রাসেলসের অন্তওয়ের্পে এক ব্যক্তি আচমকা গাড়ির গতি বাড়িয়ে ঢুকে যায় একটি বাজার এলাকায়। উল্লেখ্য ওই বাজার এলাকার রাস্তাটি শুধুমাত্র পথচারীদের জন্যই বরাদ্দ করা আছে। সেখানে এভাবে একটি গাড়িকে ঢুকতে দেখে তখনি গাড়িটিকে নর্দান সিটিতে আটকে, গ্রফতার করা হয় হামলাকারীকে।

লন্ডনের পর, এবার বেলজিয়ামে গাড়ি নিয়ে হামলা

পুলিশ সূত্রের খবর ,হামলাকারীর বয়স ৩৯ বছর । এছা়ডাও পুলিশ জানিয়েছে, ব্যক্তির নাম মহম্মদ আর। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ে। খবর, গাড়িটিতে লাগানো ছিল ফ্রান্সের গাড়ির নম্বর। প্রসঙ্গত , ব্রাসেলসে গত বছরের আত্মঘাতী বিস্ফোরণের একবছর পূর্তির পরের দিনই এরকম গাড়ি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রশাসনের তরফে এখনও পরিস্কার নয়, যে বিষয়টি নিছকই হামলা নাকি দুর্ঘটনা। যদিও ধৃতের কাছে থেকে রাইফেল, ধারালো ছুড়ি জাতীয় অস্ত্র পাওয়া গিয়েছে।

English summary
A day after the London terror attack on Wednesday, security forces in Brussels arrested a man after he drove into a shopping area at high speed in the port city of Antwerp, officials said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X