For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রচিত নয়া ইতিহাস! পাকিস্তানে এই প্রথম কোনও হিন্দু প্রার্থী ভোটে জিতলেন

মুসলিম প্রধান দেশ পাকিস্তানে ইতিহাস তৈরি করে ফেললেন মহেশ কুমার মালানি। এই প্রথম কোনও হিন্দু প্রার্থী সেদেশের ভোটে জয়লাভ করলেন।

  • |
Google Oneindia Bengali News

মুসলিম প্রধান দেশ পাকিস্তানে ইতিহাস তৈরি করে ফেললেন মহেশ কুমার মালানি। এই প্রথম কোনও হিন্দু প্রার্থী সেদেশের ভোটে জয়লাভ করলেন। মহেশ পিপিপি-র হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি আসনে জয়ী হয়েছেন। ২২২ নম্বর আসনটি তিনি জিতেছেন থরপারকর -২ থেকে। এই আসনটি দক্ষিণ সিন্ধ প্রদেশে অবস্থিত।

রচিত নয়া ইতিহাস! পাকিস্তানে এই প্রথম কোনও হিন্দু প্রার্থী ভোটে জিতলেন

মহেশের বিপরীতে ছিলেন ১৪ জন প্রার্থী। তাঁদের হারিয়ে হিন্দু হিসাবে জয় নিঃসন্দেহে ঐতিহাসিক সন্দেহ নেই। তিনি পেয়েছেন ১,০৬,৬৩০টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরবাব জাকাউল্লাহ পেয়েছেন ৮৭, ২৫১টি ভোট।

মহেশ মালানি পাকিস্তানি নাগরিক হলেও হিন্দু ও তাঁর পূর্বপুরুষ রাজস্থানের পুস্কর্ণ ব্রাহ্মণ। ২০০৩-০৮ সাল পর্যন্ত তিনি সংরক্ষিত আসনে পিপিপি-র হয়ে সংসদে জায়গা পান। ২০১৩ সালে তিনি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে জায়গা পান। প্রথম অ-মুসলিম সদস্য হিসাবে সিন্ধ অ্যাসেম্বলি থেকে জয়লাভ করেন বলেই।

সিন্ধ প্রদেশ থেকে রাজনীতিক হিসাবে নানা সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে মহেশ মালানি জড়িত ছিলেন। ২০০২ সালে পারভেজ মুশারফ সংবিধানে বদল এনে অমুসলিমদের সেদেশে ভোট দেওয়ানোর ব্যবস্থা করেন। সংখ্যালঘু ও অমুসলিমদের সেনেট, ন্যাশনাল ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে আসন বরাদ্দ করা হয়।

প্রসঙ্গত, এবছরের মার্চ মাসে পিপিপি-র হয়ে কৃষ্ণা কুমারী প্রথম হিন্দু মহিলা হিসাবে সেনেটে নির্বাচিত হন। সিন্ধ থেকে সংরক্ষিত আসনে তাঁকে মনোনীত করা হয়। আর এবার ভোটে জিতে ইতিহাস গড়লেন মহেশ মালানি।

English summary
Hindu candidate Mahesh Kumar Malani wins National Assembly seat in Pakistan elections 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X